ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকান্ডে একটি বসতবাড়ীসহ প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মিভুত হয়েছে।
জানাগেছে শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকার সময় ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের মানিককাজী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামানের বাড়িতে এই অগ্নিকান্ড ঘটে। অগ্নিকান্ডে বসতবাড়ির ৩/৪ টিনের ঘর,ঘরে থাকা নগদ ৩ লক্ষ টাকা,আসবাবপত্র,মেয়ের বিয়ের দেয়ার জন্য কেনা স্বর্নের গহনা,কাপড় ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়।
এলাকার প্রত্যক্ষদশীরা জানায় ,ঘরে রাখা ফ্রিজে বৈদ্যতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে মুহুর্তেই চারিদিকে ছড়িয়ে পড়ে । এসময় বাড়ির লোকজনের আর্তচিৎকারে এলাকাবাসীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ভূরুঙ্গামারী সরদ ইউপি সদস্য এছাহাক আলী অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, ভূরুঙ্গামারী উপজেলায় কোন ফায়ার সার্ভিস না থাকায় বিভিন্ন সময়ে অগ্নিকান্ডের সুত্রপাত হলে পার্শ্ববর্তী নাগেশ্বরী সার্ভিসকে খবর দিলেও ফায়ার সার্ভিস আসার পুর্বেই বাড়িঘর পুড়ে ভস্মিভুত হয়। তিনি ভুরুঙ্গামারী উপজেলায় দ্রুত ফায়ার সার্ভিস চালুর দাবী জানান।