ভূরম্নঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কয়লা বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক অটো চালকের মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি ) বিকেল পৌনে পাঁচটার দিকে ভূরম্নঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর এলাকায় মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটে।
মৃত ওই ব্যক্তির নাম জামাল হোসেন (৩৫)। সে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতের ছড়ার ঘুন্টিঘর এলাকার নুরুল ইসলামের পুত্র। বঙ্গ সোনাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল ইসলাম লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে ভূরুঙ্গামারী থেকে অটো রিকশা নিয়ে বাড়ি ফিরছিল জামাল হোসেন। ঘুন্টিঘর এলাকায় পৌছলে সোনাহাট স্থলবন্দর থেকে কয়লা বোঝাই ঢাকা মোট্রো ট- ২৪১৩১০ নম্বরের একটি ট্রাক অটো রিকশাটিকে চাপা দিয়ে প্রায় ২০০ গজ দূরে পিষে নিয়ে যায়। এতে অটোরিকশা চালক জামালের হাতসহ শরীরের একাংশ বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
ভূরুঙ্গামারী থানার ওসি( তদন্ত ) আজহার আলী জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।