ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সীমান্তে স্থানীয় জনতার হাতে মদ‍্যপ অবস্থায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর এক সদস‍্য আটক হয়েছে। পরে আটক ওই বিএসএফ সদস‍্যকে সোনাহাট বিওপি ক‍্যাম্পে হস্তান্তর করে এলাকাবাসী। অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবি কর্তৃক ওই বিএসএফ সদস্যকে আটক দেখানো হয়েছে। কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লে: কর্ণেল আব্দুল মোত্তাকি বৃহস্পতিবার রাত এগারটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানাযায়, বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে (কুড়িগ্রাম ২২ বিজিবি) এর ভূরুঙ্গামারী উপজেলাধীন সোনাহাট বিওপি’র সীমান্ত পিলার ১০০৭ এমপি হতে আনুমানিক ৩০০ গজ এর বাংলাদেশের অভ্যন্তরে সোনাহাট গ্রামের বিএসপি মোড় নামক স্থান হতে ভারতের ৩১ বিএসএফ ব্যাটালিয়নের বিষখাওয়া বিএসএসফ ক্যাম্পের একজন বিএসএসফ সদস্য কনষ্টেবল শ্রী সনু কুমার জেটপ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে স্থানীয় জনসাধারণ তাকে আটক করে সোনাহাট বিওপিতে সংবাদ দেয়। সংবাদ পেয়ে সোনাহাট ও বাবুরহাট বিওপি’র টহল সদস্যগণ ঘটনাস্থলে পৌছে বিএসএসফ সদস্যকে আটক করে। আটকের সময় উক্ত বিএসএসফ সদস্য ক্যামোফ্লাইজ টি-শার্ট ও হাফ প্যান্ট পরিহিত ও মদ্যপ অবস্থায় ছিল।

আটক বিএসএফ সদস‍্যের বরাত দিয়ে বিজিবি জানায়, বর্ণিত বিএসএফ সদস্য ভারতের অভ্যন্তরে সীমান্তের নিকটবর্তী বিষখাওয়া বিএসএসফ ক্যাম্পের পার্শ্ববর্তী গ্রামের জনৈকা একজন বিবাহিত নারীর সাথে প্রেমের সম্পর্কে জড়িত ছিল। অদ্য সন্ধ্যায় উক্ত বিএসএস সদস্য তার প্রেমিকার সাথে দেখা করতে গেলে প্রেমিকার স্বামী ও স্থানীয় গ্রামবাসী তাকে ধাঁওয়া দিলে সে প্রাণ বাঁচাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের সোনাহাট গ্রামের দিকে চলে আসে।

এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লে: কর্ণেল আব্দুল মোত্তাকি জানান, বিষয়টি সোনাহাট বিওপি কমান্ডার কর্তৃক ৩১ বিএসএফ এর অধীনস্থ সোনাহাট বিএসএফ ক্যাম্পকে অবগত করলে তারা উক্ত আটককৃত বিএসএসফ সদস্যকে ফেরত প্রদান করার জন্য অনুরোধ করে। বর্তমানে উক্ত সদস্যকে কোম্পানী পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রমে প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন