ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীর হেলডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকাবাসীরা জানায় উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আব্দুল বাতেন খন্দকার দায়িত্ব গ্রহনের পর থেকে বিদ্যালয়ে ব্যাপক অনিয়ম ও শিক্ষকদের সময়মত বিদ্যালয়ে না আসায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংখ্যা ক্রমশঃ ঝড়ে পড়ছে।অবির উদ্দিন কালু মিয়া, খলিলুর রহমান ও বাবু মিয়া জানান, প্রতিদিনই শিক্ষকরা সঠিক সময়ে বিদ্যালয়ে আসে না এবং ঠিকমত লেখাপড়া না করানোর কারনে অনেক অভিভাবক তাদের ছেলেমেয়ের অন্যত্র নিয়ে ভর্তি করছে আবার দরিদ্র পরিবারের অনেকে লেখাপড়া বন্ধ করে দিচ্ছে। ফলে এলাকায় শিক্ষার্থীর হার কমে যাচ্ছে । বিদ্যালয়ে শিক্ষকরা সকাল সাড়ে ১০টায় আগমন করলেও বিকাল সাড়ে ৩ টার পুর্বেই বিদ্যালয় ছুটি ও ঠিকমত লেখাপড়া না হওয়ার কারনে বিত্তবান অভিভাবকরা ছেলে মেয়েদের অন্যত্র লেখাপড়া করাচ্ছে। সরকারী নিয়মে সকাল ৯টা ১৫ মিনিট থেকে বিকাল ৪ টা ১৫ মিনিট পর্যন্ত বিদ্যালয়ে শিক্ষকদের দায়িত্ব পালন করার নির্দেশ থাকলেও তারা সঠিকভাবে দায়িত্ব পালন না করেই বিদ্যালয় ত্যাগ করছে। এলাকাবাসীর এমন অভিযোগের ভিত্তিতে গত ৪ ফেব্রয়ারী বিকাল সাড়ে ৩ টায় ঐ বিদ্যালয়ে সহকারী শিক্ষক শারমিনকে বাড়ি ফিরতে দেখে জিজ্ঞাসা করলে তিনি জানান,প্রধান শিক্ষক ছুটি দিয়েছে তাই বাড়ি যাচ্ছি। প্রধান শিক্ষক আব্দুল বাতেনকে জিজ্ঞাসা করলে তিনি কোন সদুত্তর না দিয়েই মুঠো ফোন বন্ধ করে । বিষয়টি তৎক্ষনাৎ উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাকির হোসেনকে জানানো হলেও তিনি শিক্ষকদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নেন নাই। উপজেলা শিক্ষা অফিসার শ্রী জ্যোতির্ময় সরকারের নিকট জানতে চাইলে তিনি জানান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে । বিদ্যালয়ে মোট ৪ জন শিক্ষক থাকলেও একজন প্রশিক্ষণে এবং বাকী শিক্ষকরা ঠিকমত দায়িত্ব পালন না করায় চরাঞ্চলের শিশুদের ভবিষ্যত নিয়ে শংকায় রয়েছে এলাকার অভিভাবক বৃন্দ।