ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
বৈদ্যুতিক সেবা গ্রাহকদের দাঁড় গোড়ায় পৌছাতে কুড়িগ্রাম- লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি ভূরুঙ্গামারী সাব জোনাল অফিসকে জোনাল অফিসে উত্তীর্ণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২ টায় ২৫ কুড়িগ্রাম- ১ আসনের জাতীয় সংসদ সদস্য ও বিদ্যুৎ জ্বালানী, খনিজ সম্পদ এবং নৌ মন্ত্রণালয় সম্র্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আসলাম হোসেন সওদাগর জোনাল অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় কুড়িগ্রামের পল্লী বিদ্যুত অফিসের জোনাল ম্যানেজার প্রকৌশলী স্বদেশ কুমার ঘোষ, টেকনিক্যাল ডিজিএম (কুড়িগ্রাম) রতিন্দ্রনাথ বর্মন, ভূরুঙ্গামারী জোনাল অফিসের ডিজিএম কাওছার আলী, এজিএম নুর আলম, এলাকা পরিচালক প্রভাষক আবুবকর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।