ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে আনোয়ারুল হক (দৈনিক ইত্তেফাক) ও সাধারণ সম্পাদক পদে এমদাদুল হক মন্টু (দৈনিক খোলা কাগজ) বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। এর আগে নির্বাচনী তপশীল ঘোষনা করা হয়। এতে ক্লাবের ১৩ সদস্যের কার্যনির্বাহী পরিষদের সকল পদে মনোনয়ন ফরম বিক্রয় করা হয়। পরে প্রতিটি পদে জমাকৃত মনোনয়নপত্র যাছাই বাছাই শেষে কোন প্রতিদ্বন্ধি না থাকায় সবাইকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষনা করেন নির্বাচন কমিশন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি এসএম গোলাম মোস্তফা দুলু (দি নিউ নেশন) ও মন্জুরুল ইসলাম মন্জু (দৈনিক ভোরের ডাক,এশিয়ান বাংলা নিউজ ও বিএমএফ টেলিভিশন), যুগ্ন সম্পাদক শামসুজ্জোহা সুজন (দৈনিক নয়া দিগন্ত ও মোহনা টিভি) ও মাইদুল ইসলাম মুকুল (মাই টিভি) সাংগঠনিক সম্পাদক আরমান আলী (দৈনিক যুগান্তর), কোষাধ্যক্ষ আসাদুজ্জামান খোকন (দৈনিক সংবাদ) প্রচার ও প্রকাশনা সম্পাদক রবিউল আলম লিটন (দৈনিক আলোকিত বাংলাদেশ) কার্যকরি সদস্য মোকছেদুন্নাহার ফাতেমা (দৈনিক বায়ান্নর আলো) রফিকুল হাসান রন্জু (দৈনিক ইনকিলাব) জাহাঙ্গীর আলম (দৈনিক মুক্ত খবর) ও মনিরুজ্জামান (দৈনিক সংগ্রাম)।
এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আমিনুর রহমান বাবু (দৈনিক কালের কন্ঠ ও ডেইলি ট্রাইব্যুনাল)। তাকে সহযোগিতা করেন দুই নির্বাচন কমিশনার হারুন অর রশিদ প্রিন্স (দৈনিক মানব কন্ঠ) ও আজিজুল হক (দৈনিক দিনকাল)।।
উল্লেখ্য এই কার্যনির্বাহী কমিটি পরবর্তী দুই বছর দায়িত্ব পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন