বিশেষ প্রতিবেদকঃ
ভুরুঙ্গামারীর খামার পত্রনবীশ সীমান্তে বর্ডার হাটের প্রস্তাবনায় উন্নয়ন ও অগ্রগতির স্বপ্ন বুনছে দু’দেশের ব্যবসায়িরা। কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা ভারতীয় সীমান্তবর্তী একটি উপজেলা। ভুরুঙ্গামারী সদর থেকে মাত্র ৫ কিলোমিটার পশ্চিমে সদর ইউনিয়নের খামার পত্রনবীশ গ্রাম। পার্শ্ববর্তী ভারতের পশ্চিম বঙ্গের কুচবিহার জেলার দিনহাটা থানার পূর্ব সাহেবগঞ্জ অঞ্চল অবস্থিত। এখানে উভয় দেশের জনগণ অনেকেই আত্মীয়তার সর্ম্পকে আবদ্ধ এবং হিন্দু ও মুসলিম জনগণ দীর্ঘকাল যাবৎ শান্তি এবং সম্প্রীতির বন্ধনে বসবাস করে আসছে। ভুরুঙ্গামারী সদর ইউনিয়নে অবস্থিত বাগভান্ডার বিজিবি ক্যাম্পের আওতাধীন বাংলাদেশ-ভারত সীমানা মেইন পিলার ৯৬২ সংলগ্ন এলাকায় ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের খামার পত্রনবীশ মৌজার এসএখতিয়ান নং ২৭,৪৮,৬১,৬৩ও ৬৮ সর্বমোট ২.৭২ একর জমি প্রস্তাবিত হাটের জন্য ব্যবহার করা যেতে পারে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসককে জানানো হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তাবিত জমি ভারত-বাংলাদেশের শূন্য রেখায় অবস্থিত এবং বর্তমানে তা সম্পূর্ণভাবে কৃষি জমি হিসাবে ব্যবহৃত হচ্ছে। ৯৬২ নং মেইন পিলার হতে ২৫০ নং উত্তর পশ্চিম কোণায় ভারতের নির্মিতব্য ১০১ নং বিএসএফ ক্যাম্প অবস্থিত এবং বর্ডার গার্ড বাংলাদেশের বাগভান্ডার বিজিবি ক্যাম্প থেকে ১.৫০ কিলোমিটার দূরত্বে অবস্থিত। এখানে উল্লেখ্য যে, বাগভান্ডার বিজিবি’র নির্মিতব্য টহল টাওয়ার প্রস্তাবিত স্থান হতে ৫০০ মিটার দূরত্বে অবস্থিত। জিরো লাইন পর্যন্ত উভয় দেশের প্রায় ২০ ফুট প্রস্থের পাকা রাস্তা থাকায় পূর্বতন ছিটমহল বিনিময়ের সময় উক্ত ৯৬২ নং পিলার দিয়ে তাৎক্ষণিক ইমিগ্রেশনের মাধ্যমে দুই দেশের নাগরিকদের বিনিময় করা হয়।
প্রস্তাবিত স্থানটি ভুরুঙ্গামারী উপজেলা হেডকোয়াটারের নিকটবর্তী এবং যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো। পূর্বতন ছিটমহল বিনিময়ের ঐতিহাসিক এই স্থানটি ভৌগলিক ও অর্থনৈতিক কারনেও বর্ডার হাট স্থাপনের উপযোগী।
এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ডার হাটের প্রস্তাবনা দেওয়ার পর উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে উৎফুল্ল ভাব লক্ষ্য করা গেছে। গার্মেন্স ব্যবসায়ী মহাদেব চন্দ্র সাহা, আমদানী কারক স্বপন কুমার সাহা, কসমেটিকস ব্যবসায়ী আজাদুল ইসলাম জানান, বর্ডার হাট চালু হলে মসলা, ফলমুল, সাইকেলের যন্ত্রাংশ সহ বিভিন্ন মালমাল আনা যাবে এবং আমরা গার্মেন্টস ও কসমেটিকস সামগ্রী বিক্রি করতে পারবো। শুধু তাই নয়, মহাজোট সরকারের শরীক দল জাতীয় পার্টির ভুরুঙ্গামারী উপজেলা সেক্রেটারী ও বিশিষ্ট ঠিকার ওয়াহেদুজ্জামান সরকার জানান বর্ডার হাটের কার্যক্রম শুরু হলে এখানে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ হবে । তারা (ব্যবসায়ীরা) জানায় ভারতীয় ব্যবসায়ীদের এব্যাপারে আগ্রহের কথা জানাগেছে এবং ভারতীয় সীমান্তে ইতিমধ্যে অবকাঠামো নির্মাণ শুরু হয়েছে। বাগভান্ডার বর্ডার হাট গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি শফিকুল ইসলাম ও সম্পাদক হাবিবুর রহমান বর্ডার হাট বাস্তবায়নে তারা দ্রুত সরকারী পদক্ষেপের দাবী জানান। উপজেলা নির্বাহী অফিসার এস.এইচ.এম মাগ্ফুরুল হাসান আব্বাসী জানান, জেলা প্রশাসক মহোদয়ের ১১১৪ নং পত্রের নির্দেশ অনুযায়ী বর্ডার হাট স্থাপনের প্রস্তাব পাঠানো হয়েছে। তিনি মনে করেন প্রস্তাবিত স্থানে বর্ডার হাট স্থাপিত হলে উভয় দেশের জনগণের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে সীমান্তে চোরাচালান ও মাদক ব্যবসা হ্রাস পাবে। এব্যাপারে শীর্ঘই সরকারের একটি উচ্চ পর্যায়ের টিম এলাকাটি সরেজমিন তদন্ত করবেন বলে তিনি জানান।