ডাঃ অাঃ জলিল সরকার, ভূরূঙ্গামারী,কুড়িগ্রাম।
কুড়িগ্রাম ভূরূঙ্গামারীতে ২১ ফেব্রূয়ারি /১৭ তারিখে রোজ মঙ্গলবার বিকালে জয়মনিরহাট ইউনিয়নের বাউশমারী এলাকার অাঃ রাজ্জাকের বাড়ীর পার্শ্বের মসজিদ থেকে তাদেক অাটক করা হয়েছে।
অাটককৃত্তরা হলেন, অালী অাজগর (৪৮), অাইয়ুব অালী (৪০), নিয়াকত অালী(৫২), নূরূল ইসলাম (৫২), মহিদুল ইসলাম (৪০), মিজানুর রহমান (৪৫), রেজাউল করিম (৭০), নজরূল ইসলাম (৬০), রফিকুল ইসলাম (২২), হারূনর রশিদ(২২), মকবুল হোসেন(৫৫), নূরঅালম(৪০), নজরূল ইসলাম (৩৫), ফরিদুল হক (৪৮), অার বারী(২৮), হামিদ মিয়া (৪৪), অাঃ বারী (২৯), অাবল কাশেম (৩৫), জালাল উদ্দিন (৫০), ইমান অালী (৪১), নজরূল ইসলাম (৪০), অাবু সালেহ (২৮), তাইফুর রহমান (৪৫), হবিবর রহমান (৭২), অাঃ অাজিজ (৬০), অামজাদ হোসেন (৬০), গোলাপ উদ্দিন (৫৮), নবিবর রহমান (৪০), সাইদুর রহমান (৩৪), অালী অাকবর (৫২), নূরূল ইসলাম (৫৫), অাঃ করিম (৬১)।
এব্যাপারে ভূরঙ্গামারী থানার অফিসার ইনচার্জ তাপস চন্দ্র পন্ডিত বলেন গোপন ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা নিয়ে তারা বৈঠক করছিল। এ সময় সেখানে অভিযান চালিয়ে তাদেক অাটক করা হয়। এ সময় তাদের ৯ টি মোটর সাইকেল ও ৮ টি বাইসাইকেল জব্দ করা হয়। থানায় মামলা হয়েছে। অাটককৃতদের কোটে চালান করা হবে।