ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়ন পরিষদে স্বচ্ছতা, জবাবদিহিতা, বার্ষিক পরিকল্পনা প্রনয়ণ ও চাহিদা নিরুপনে জনঅংশগ্রহণ মূলক ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা ২৮ মে মঙ্গলবার বিকেলে নিজস্ব মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়। গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদেরের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভিন প্রধান অতিথি থাকার কথা থাকলেও বিশেষ কারণে থাকতে পারেননি। বিশেষ অতিথি ছিলেন, ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ নাসিরউদ্দিন মন্ডল, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ভোলাহাট সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার রুহুল আমিন। এ সময় ২০১৯-২০২০ অর্থ বছরের বাজে পাঠ করেন গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ সচিব মাযহারুল ইসলাম। বাজেটের গুরুত্ব তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংশ্লিষ্ট ইউপি সদস্য ফাহাদ হোসেন ফারুক, এমরান আলী, মোজাম্মেল হকসহ অন্যরা। উন্মুক্ত বাজেটের উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন, আলতামাস শাহ টিপু, মনিরুল ইসলাম মনি, সাগর মাহালত, সাংবাদিক আব্দুল হামিদসহ অন্যরা। বাজেট আলোচনায় ২০১৯-২০২০ অর্থ বছরে বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে রাজস্ব ও উন্নয়ন ১৯টি খাত থেকে ১ কোটি ৬০লাখ ৮৪ হাজার ৯৫৫টাকা ৬০ পয়সা। ব্যয় ধরা হয়েছে রাজস্ব ও উন্নয়ন ৪৩টি খাতে ১ কোটি ৫৯ লাখ ৯২ হাজার ১৪৮ টাকা ৩০ পয়সা। উদ্বৃৃত্ত ৯২ হাজার ৮০৭টাকা ৩০ পয়সা। গত ২০১৮-২০১৯ অর্থ বছরে মোট আয় ধরা হয় ১ কোটি ৫৮ লাখ ৩০হাজার ৯২১ টাকা ৩০ পয়সা। গত অর্থ বছর থেকে ২ লাখ ৫৪ হাজার ৩৪টাকা ৩০ পয়সা আয় বেশী দেখানো হয়েছে ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন