mail-google

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
ভোলাহাটে উপজেলায় ভোলাহাট অটোমালিক ও চালক সমিতি শুক্রবার রহনপুর অটোমালিক সমিতির সদস্যদের র্নিযাতন জুলুম অন্যায় অত্যাচার বন্ধের প্রতিবাদে ভোলাহাট মোহবুল্লাহ কলেজ গেট হয়ে রহনপুর সড়ক ও জনপদ রাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও এমপিকে স্মারকলিপি প্রদান করেচৈন। ভোলাহাট অটোমালিক ও চালক সমিতির সভাপতি সোনা নায়েকের সভাপেিত্ব বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, আলমগীর, শুকুর, রহিমসহ অন্যরা। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, র্দীঘ দিন ধরে রহনপুর অটোমালিক সমিতি ভোলাহাটের অটোগুলোর চালকের উপর অমানবিক ভাবে অন্যায় করে আসছে। ভোলাহাট থেকে যাত্রী নিয়ে রহনপুর গেলে কোন যাত্রী উঠাতে দেয় না। যাত্রী উঠালে চালকদের মারধর করে বিশৃংখল সৃষ্টি করে আসছে। এতে করে উপজেলার দু’শত অটোচালক অটো চালাতে না পারায় তাদের পরিবারের প্রায় আটশত সদস্য মানবেতর জীবন যাবন করছে এবং এনজিও সংস্থার কাছ থেকে ঋণ নিয়ে অটো ক্রয় করায় এখন ঋণের টাকা দিতে ব্যর্থ হচ্ছে। এ ব্যাপারে এমপি মোস্তফা বিশ্বাসের আশ্রয় গ্রহণ করলেও দীর্ঘ দিনও কোন সমাধান না হওয়ায় স্মারকলিপি প্রদান করা হয়। বক্তারা দ্রুত এর সমাধন দাবী করেছেন। পরে ভোলাহাট মোহবুল্লাহ কলেজ মাঠের মুক্তিযোদ্ধা সংসদের আলোচনা সভায় সফল করতে অটোমালিক সমিতির সকল সদস্য উপস্থিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন