ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাট উপজেলা এলজিইডি অধিদপ্তরের আয়োজনে শনিবার বেলা ১১টার দিকে স্থাণীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় আরইআরপি-২ এর নারীদের মাঝে সঞ্চয়ের চেক বিতরণ তরা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণ সভায় ইউএনও আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, স্থাণীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা এলজিইডি প্রকৌশলি(অঃদঃ) দীলিপ কুমার সরকার। এ সময় উপজেলার ৪টি ইউনিয়নের মোট ৪০জন পল্লী সড়ক মেরামত ও রক্ষনাবেক্ষন কাজে অংশ গ্রহণ এবং আত্ম কর্মসংস্থান উন্নয়নের উপর প্রশিক্ষণ গ্রহণ করেন এ নারীরা। তাদের হাতে ৩৭হাজার ২৫১টাকার করে চেক তুলে দেয়া হয়।