ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের আ’লীগ নেতাকে পিটিয়ে গুরুত্বর আহত করেছে প্রেমীকার স্বামী। বিভিন্ন সূত্রে জানা গেছে, ভোলাহাট উপজেলার কুমীরজান বাগানপাড়া গ্রামের দিনমুজুর সহিমুদ্দিনের মেয়ে আমবিয়া(২৫) এর সাথে বৌ বাচ্চা রেখে দীর্ঘদিন ধরে বীরশ্বরপুর গ্রামের ভোলাহাট সাব-রেজিষ্ট্রি অফিসের কপিষ্ট জোহর্দীর ছেলে উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহজাহান আলী(৩৮) র্দীঘ দিন ধরে প্রেম করে আসছিলো। মেয়েটির ২ মাস পূর্বে শিবগঞ্জ উপজেলার কামালপুর মুচড়াপাড়া গ্রামে শফিকুল ইসলামের সাথে সামাজিক নিয়মে বিয়ে হয়। তারপরও প্রেম চলতে থাকে শাহজাহান। ১১ জানুয়ারী কৌশল করে শফিকুল ইসলাম তার স্ত্রী আমবিয়াকে ফোন করে তাকে তার বাড়ী ডাকায়। প্রেমের টানে শাহজাহান আলী ছুটে যায় কামালপুর। এদিন দুপুর ২টার দিকে প্রেমীকার সাথে আলাপকালে আমবিয়ার স্বামী শাহজাহানকে বেধরড় পিটায়। পিটনি খেয়ে গুরুত্বর আহত হয় প্রেমীক শাহজাহান। তাৎক্ষণিক খবর পেয়ে ভোলাহাট সদর ও গোহালবাড়ী ইউপি সদস্য দবির ও মোজাম্মেল হক ঘটনাস্থলে ছুটে যান। সেখান থেকে শাহজাহান আলীকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। আহত শাহাজান আলী চিকিৎসা শেষে রবিবার বাড়ী ফিরেছেন। প্রেমীকার স্বামীর পিটনিতে শাহজাহানের ডান চোখ ও ডান পায়ের অবস্থা আশংকাজনক। সে বর্তমানে বাড়ীতে লোকচক্ষুর আড়ালে থেকে বিশ্রামে রয়েছেন। এ ব্যাপারে দায়পুকুরিয়া ইউনিয়নের কামালপুর স্থানীয় ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেনের সাথে যোগযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। প্রেমীক শাহজাহান আলীর পরিবারের সাথে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা স্বীকার করে সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেন। শাহজাহানের আহত হওয়ার ব্যাপারে আইনগত কোন ব্যবস্থা নেয়া হয়েছে কি না এমন প্রশ্ন করা হলে তার পরিবারের পক্ষ থেকে কোন আইনগত ব্যবস্থা নেয়া হয়নি বলে জানান।