ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
ভোলাহাট থানা পুলিশ একদিনের বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় ১২জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, মঙ্গলবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী দিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২জন গ্রেফতারী পরোয়ানা, ৪জন নাশকতার মামলার আসামী এদের মধ্যে একজন বিএনপি কর্মী অপর ৩জন জামায়াত কর্মী, বাঁকী ৬জন কার্যবিধি ১৫১ ধারায় গ্রেফতার করা হয়। অফিসার ইনর্চাজ নাসির উদ্দিন মন্ডল বলেন, বিশেষ অভিযানের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ১২ জনকে বিভিন্ন মামলার আসামী হিসেবে গ্রেফতার করে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।