ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাটে ঝাউবোনা মডেল টেকনিক্যাল এ্যান্ড বিএম ইন্সটিটিউট এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সেরা কলেজ হিসেবে জায়গা দখলে নিয়েছে চার বছর ধরে। চার বছর ধরে ধারাবাহিক ভাবে সেরা ফলাফলে সেরাস্থানটি ধরে আছে এ কলেজ। কলেজ সংশ্লিষ্টরা জানান, এ বছর মোট ৭২জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৭০জন এবং পাশের হার ৯৭.২২শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ জন এবং গোল্ডেন করেছে ১জন। এ ছাড়াও ২০১৪, ২০১৫, ২০১৬ সালেও সেরা ফলাফল করে উপজেলার গন্ডি পেরিয়ে জেলা পর্যায়ে সেরা হয়েছে। প্রতিষ্ঠান সভাপতি আইয়ুব আলী মন্ডল জানান, তিনি নিজে প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষকদের সাথে করে পাঠদান বিষয়ে খোঁজ খবর রাখেন এবং শিক্ষার মান উন্নয়নে আলোচনা করেন। এ ফলাফল বিষয়ে তিনি আরো বলেন, ভালো ফলাফলের জন্য শিক্ষক কর্মচারী, ম্যানেজিং কমিটি, অভিভাবক ও শিক্ষার্থী সকলের সমন্বয়ের চেষ্টায় ভালো ফলাফল করা সম্ভব হয়েছে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন