ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এমপি মুহা. গোলাম মোস্তফা বিশ্বাসের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাসরিন ইয়াসমিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প:প: অফিসার ডাঃ মুহাম্মদ এনামুল হক, কৃষি অফিসার আব্দুল ওয়াদুদ, প্রকৌশলী মুঞ্জুর-এ মওলা, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, মৎস্য অফিসার ওয়ালিউর রহমান, অফিসার ইনচার্জ মহসীন আলী, পল্লী উন্নয়ন অফিসার সামসুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম নকিবুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এজিএম ফারুক হোসেন, সমাজসেবা অফিসার বরুণ কুমার দাসসহ অন্যান্য কর্মকর্তাগণের উপস্থিতিতে প্রধান অতিথি এমপি গোলাম মোস্তফা বিশ্বাস উপজেলার সার্বিক উন্নয়নে সকলের সাথে খোলামেলা মতবিনিময় ও আলোচনা করেন।
এর আগে এমপি গোলাম মোস্তফা বিশ্বাস উপজেলা ছাত্রলীগের আয়োজনে মানববন্ধন ও মোহবুল্লাহ কলেজ মিলনায়তনে আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এ সময় দীর্ঘদিন পরে নবনির্বাচিত উপজেলা ছাত্রলীগের কমিটির সভাপতি মাহলত আশরাফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ডালিমসহ উপজেলা আওয়ামীলীগ ও তার অংগসংগটনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।