ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাট উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সের সচল থাকার পরও এ্যাম্বুলেন্সটি এক মাস ধরে বন্ধ থাকায় ভোগান্তিতে রুগীরা। জানা গেছে, উপজেলার একমাত্র চিকিৎসা কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে কখনও ডাক্তার নার্স সুইপারের স্বল্পতা থাকলেও এখন বড় সমস্যা সচল এ্যাম্বুলেন্স থেকেও সুবিধা বঞ্চিত হচ্ছেন রুগীরা। যে সব অসুখ স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া সম্ভব হয় না উন্নত চিকিৎসার জন্য পাঠাতে হয় এলাকার বাইরে তখন এ্যাম্বুলেন্সের অভাবে পড়তে হয় চরম ভোগান্তিতে। এ উপজেলায় হাতে গুনা ক’টা মাইক্রো থাকলেও বেশীর ভাগ চালকের ড্রাইভিং লাইসেন্স নাই। এ’ছাড়া গুণতে হয় অনেক বেশী ভাড়া এবং চাইলেও দ্রুত মাইক্রো পাওয়া যায় না। ফলে চরম ভোন্তির শিকার হচ্ছেন ভুক্তভুগি রুগিরা। গত ২৫ জুলাই হাউসপুর গ্রামে কুপিয়ে জখম হওয়া এক ব্যক্তি স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে অবস্থা গুরুত্বর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজে দায়িত্বরত চিকিৎসক প্রেরণ করেন। কিন্তু সচল এ্যাম্বুলেন্স থাকার পরও চালক অসুস্থ্য থাকায় এ্যাম্বুলেন্স সুবিধা না পেয়ে অন্য মাইক্রো খুঁজাখুঁজি করে না পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায়। এ ব্যাপারে চালক আশরাফুলের সাথে যোগাযোগ করা হলে তিনি ১ মাস যাবত রাজশাহীতে চিকিৎসাধী রয়েছেন বলে জানান। অপরদিকে স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এনামুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ্যাম্বুলেন্স সচল থাকলেও চালক অসুস্থ্য থাকায় সমস্যা হচ্ছে। তবে ১০/১২দিনের মধ্যে এ সমস্য দূর হয়ে যাবে বলে জানান।