ভোলাহাট(চাঁপাইবনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কমিউনিটি পুলিশিং, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী আলোচনা সভা বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টায় নেকজান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ভোলাহাট থানা প্রশাসনের আয়োজনে অফিসার ইনচার্জ মহসীন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জের মোহাম্মদ মাহবুব আলম খাঁন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কমিউনিটি পুলিশিং এর আহবায়ক ইখতেয়ার আলী, সদস্য সচিব শাহজাহান আলী মাষ্টার, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ রেঞ্জের সাব-ইন্সপেক্টর আইনাল হক। ভোলাহাট থানার সাব-ইন্সপেক্টর শিশির চক্রবর্তীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান তারা। এ ছাড়াও আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগ ও তার অংগসংগঠনের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজনেরা, স্থানীয় সাংবাদিকগণ ও উপজেলার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এডিশনাল এসপি উপস্থিত সকলের উদ্দ্যেশ্যে বলেন, আমাদের ছেলেমেয়েদের প্রতি বন্ধুসুলভ সদাচরণ করে তাদের প্রকৃত বন্ধু হলে এবং তাদের জন্য একটু সময় ব্যয় করলে আমরা আমাদের ছেলেমেয়েদের মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে সক্ষম হবো।