ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক- জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ফোরাম, ভোলাহাট থানা ২৬ অক্টোবর শনিবার সকাল ১০ টার দিকে নানা কর্মসুচিতে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়। ভোলাহাট থানা কমিউনিটি ফোরাম আয়োজিত উপজেলা পরিষদ চত্বর থেকে বিশাল বর্ণাঢ্য র্যালি বের হয়ে মেডিকেল মোড় সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা মিলনায়তনে ভোলাহাট থানা অফিসার ইনর্চাজ নাসির উদ্দিন মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন, বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, জেলা পরিষদ সদস্য পিয়ার জাহান ও মহিলা সদস্য হোসনে আরা পাখি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভোলাহাট প্রেসক্লাব সভাপতি ও ভোলাহাট সংবাদের প্রকাশক সম্পাদক গোলাম কবির, জামবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মসফিকুর ইসলাম তারা, বীর মুক্তিযুদ্ধা আফসার হোসেন, কমিউনিটি পুলিশিং ফোরামের আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন, কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য শাজাহান আলী মাষ্টার, সঞ্চালনায় ছিলেন এস আই রাজু আহমেদ, আরো উপস্তিত ছিলেন, উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা কমিউনিটি পুলিশং সকল সদস্য, ইউনিয়ন ওয়ার্ডের মেম্বার ও সুধীগন। আলোচনায় উপস্থিত অতিথিগণ পুলিশের সঙ্গে এক হয়ে সহযোগিতা করে মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ করার আহ্বান জানানো হয়। পরে, মাদক বিরোধী সংস্কৃতি অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা প্রথম, দ্বিতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের পুরুষ্কৃত করা হয়।