ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা কৃষকলীগের উদ্দ্যোগে এলাকার গরীব-অসহায়দের মাঝে বিভিন্ন ফলজ চারা বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। কৃষক বাঁচাও, দেশ বাঁচাও এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে উপজেলার সাধারণ গরীব-অসহায়দের মাঝে চারা বিতরণ অনুষ্ঠানে কৃষকলীগের আহবায়ক এএইচএম কামাল বিদ্যুতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ডাঃ আশরাফুল হক চুনু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়ার সহসভাপতি ইয়াসিন আলী শাহ, সাংগঠনিক সম্পাদক সেলিমরেজা মেম্বার, যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক রাব্বুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বাবলু, ইউনিয়ন আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন রজব, সাধারণ সম্পাদক মোনায়েম হোসেন নিখিল, মতিউর রহমান মহরীল, আ’লীগ নেতা আব্দুর রশিদ বুলুসহ আওয়ামীলীগ ও তার অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমানের সহযোগিতায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম। এলাকার ৪টি ইউনিয়নের ২০০টি বিভিন্ন ফলজ চারা স্থানীয় কৃষকদের মাঝে বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *