ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরুর বন্ধ পায়ুপথের সফল অস্ত্রপাচার করা হয়েছে রবিবার। উপজেলার হোসেনভীটা গ্রামের বাহাদুরের ছেলে জুয়েল আলীর সামান্য পায়ুপথের ছিদ্র নিয়ে বকনা বাছুরের জন্ম হয়। পায়খানার সমস্যা হলে বকনা বাছরটির ১মাস বয়সে উপজেলা প্রানি সম্পদ অফিসে চিকিৎসার জন্য নিয়ে যায়। এ সময় বন্ধ পায়ুপথে অস্ত্রপাচার করা হয়। অস্ত্রপাচার করেন উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ আল মামুন হোসেন মন্ডল। তাকে সহযোগিতা করেন, ভেটেরিনারি সার্জন ডাঃ আঃ লতিফ, ফার্মাসিষ্ট আসাদ চৌধূরী ও পল্লী চিকিৎসক কমিউনিটি এক্সচেঞ্জ মাসুদ রানা। পরে আবারও ১ মাস পর বাছুরটি প্রানি সম্পদ দপ্তরে নিয়ে আসা হয় রবিবার১বেলা ১১টার দিকে। ২য় বারও উল্লেখিত চিকিৎসকগণ সফল ভাবে অস্ত্রপাচার সম্পন্ন করেন। বকনা বাছুরটির সফল অস্ত্রপাচার হওয়ায় বাছুরের মালিক জুয়েল আলী প্রানি সম্পদ অফিসের চিকিৎসকদের অতিœ করে চিকিৎসা করায় খুব খুশী হয়েছেন বলে তার প্রতিক্রিয়ায় বলেন। এদিকে প্রানি সম্পদ কর্মকর্তা আল মামুন হোসেন মন্ডল জানান, উপজেলার প্রত্যেকটি অসুস্থ্য প্রানির সুচিকিৎসা দিতে তারা সব সময় প্রস্তুত। তিনি এলাকাবাসিকে তাদের অসুস্থ্য প্রানিকে চিকিৎসার জন্য প্রানি সম্পদ অফিসে আসার আহবান জানান।