ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
তিন মাসের অন্তঃসত্বা নববধূ নুশরাত জাহানের মা হওয়া আর হলো না। মাদকসেবী ঘাতক স্বামী শায়েম শ্বাসরোধ করে তার ৪মাসের বিয়ে হওয়া অন্তঃসত্বা স্ত্রীকে হত্যার পর ফাঁশিতে ঝুলিয়ে আত্মহত্যা বলে চলানোর চেষ্টা করে। সরজমিন ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার অনুমান দুপুরের পর নববধূ নুশরাতকে হত্যা করে বিকেল প্রায় সাড়ে ৫টার দিকে ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির জন্য নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা(ভারপ্রাপ্ত)ড!; মাহবুবুর রহমান তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতার পিতা-মাতা ও স্বজনেরা খবর পেয়ে ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে তার মেয়েকে হত্যা করা হয়েছে সন্দেহে ভোলাহাট থানা পুলিশের সহযোগিতায় লাশ থানায় নিয়ে যাওয়া হয়। এরপর মৃতার পিতা বাদি হয়ে ৫জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। নববধূর স্বজনেরা জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর বাবুরঘোন গ্রামের আবুল কালামের এইচএসসি পরীক্ষা দেয়া মেয়ে নুশরাতের(১৯) এর সাথে একই জেলার ভোলাহাট উপজেলার হোসেনভিটা গ্রামের মৃতঃ ফজলুর রহমান বিশ্বাসের ছেলে একাধীক বিয়ে করা মাদকসেবী ঘাতক শায়েম বিশ্বাস(৩৫) প্রতারণা করে ৪মাস পূর্বে নুশরাতকে বিয়ে করে। বিয়ের পর থেকে যৌতুকসহ মাদকসেবন করে নববধূর উপর নানাবিধ পাশবিক র্নিযাতন ও অত্যাচার করে আসছিল। নির্যাতনের বিষয়টি নুশরাতের পিতার পরিবার জানার পর স্বামী সংসারে না পাঠানোর সিদ্ধান্ত নিলে ঘাতক স্বামী লোকজন নিয়ে গিয়ে অনেক বুঝিয়ে ঈদের পর আবার নিয়ে আসে নুশরাতকে। এরপরও চলতে থাকে নির্যাতন। সর্বশেষ গত বুধবার শ্বাষরোধ করে হত্যার পর নিজ ঘরে ফাঁশিতে ঝুলিয়ে আত্মহত্যার ঘটনা সাজানোর চেষ্টা করে। খবর পেয়ে ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ ফাছিরউদ্দিন সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে ঘাতক স্বামী শায়েমকে গ্রেফতার করেন এবং লাশের সুরুৎহাল রির্পোট তৈরী করেন। অফিসার ইনর্চাজ ফাছিরউদ্দিন জানান, প্রাথমিকভাবে শ্বাষরোধ করে হত্যা করা হয়েছে বলে তিনি ধারণা করছেন। তবে লাশ ময়না তদন্তের পর হত্যার বিষয়টি স্পষ্ট হওয়া যাবে বলে তিনি সাংবাদিকদের জানান। গ্রেফতারকৃত ঘাতক স্বামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে ৫জনকে আসামী করে মেয়ের বাবা আবুল কালাম বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেছেন বলে অফিসার ইনর্চাজ নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন