ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাটে বিজয় দিবস উপলক্ষ্যে আফিয়া চাঁদিকাপ ফুটবল টুর্ণামেন্ট আয়োজিত সোমবার খালেআলমপুর হাই স্কুল মাঠে চূড়ান্ত চাঁদিকাপ ফুটবল টুর্ণামেন্ট খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সভাপতিত্ব করেন কায়সার আহমেদ। প্রধান অতিথি ছিলেন, সোহারাব আলী। বিশেষ অতিথি ছিলেন, মেরাজ উদ্দিন, মোতালেব হোসেন, ইমানুর হোসেন মেম্বার, হাজেরা বেগম, খাইরুল ইসলাম, আব্দুস শোভান, হাফিজুর রহমান। অতিথিগণ ৩টা ৫১মিনিটে খেলা উদ্বোধন করেন। পরে খেলার পরিচালক কামরুজ্জামান শাহ দিপু, সহকারী পরিচালক আনিসুর রহমান ও আতাউর রহমান উভয় দলের দলনেতাদের উপস্থিতিতে টোস করালে পূর্বপাড়া ফুটবল দল জিতে বল পায়ে নেন। চূড়ান্ত এ খোলায় খালেআলমপুর পূর্বপাড়া ঐতিহ্য ফুটবল দল বনাম এবিসিডি কিং স্টার ফুটবল দল অংশ গ্রহণ করেন। ২৫ মিনিট ২৫ মিনিট করে মোট ৫০ মিনিটের এ খেলায় শুরুর ১মিনিটের মধ্যে এবিসিডি ফুটবল দল পূর্বপাড়াকে একটি গোল দেয়। এবিসিডি ফুটবল দল পরক্ষণে প্রতিপক্ষকে ১টি গোল দিলে উভয় ফুটবল দলের মধ্যে সমতা আসে। পরে ট্রাইব্রেকারে মাধ্যমে ৪টি করে খেলোয়ার বল করলে পূর্বপাড়া ফুটবল দল ২ গোল এবং এবিসিডি ফুটবল দল ৩ গোল দিয়ে বিজয় ছিনিয়ে আনে। আয়োজকেরা জানান, গত নভেম্বর মাসে ১২টি ফুটবল দলের অংশ গ্রহণে শুরু হওয়া এ খেলাটি বিজয়ের মাসের সম্মানার্থে চূড়ান্ত খেলার আয়োজন করেন বলে জানান। আগামীতেও এ ধরণে খেলা অব্যহত থাকবে বলেও জানান।