ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাটে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেনট রামেশ্বর মডেল পাইলট ইনস্টিটিউশন মাঠে শনিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। চূড়ান্ত ফুটবল খেলায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, আ”লীগ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব প্রকৌশলি আমিনুল হক, সাধারণ সম্পাদক ডাঃ আশরাফুল হক চুনু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, জামবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মুসফিকুর রহমান তারা, আ’লীগ জেলা সহ সভাপতি আব্দুল খালেক, উপজেলা শাখার সিনিয়ার সহ সভাপতি ইয়াসিন আলী শাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আব্দুল গণি, কামাল উদ্দিনসহ অন্যরা। বঙ্গমাতা ফুটবল খেলায় অংশ গ্রহণ করেন, হেলাচী সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম ময়ামারী সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গবন্ধু ফুটবল খেলায় অংশ গ্রহণ করেন তেলীপাড়া সঃ প্রাঃ বিদ্যালয় বনাম বড়গাছী সঃ প্রাঃ বিদ্যালয়। ২৫ মিনিট ২৫মিনিট করে মোট ৫০ মিনিটের খেলায় হেলাচী সঃ প্রাঃ বিদ্যালয় ময়ামারী সঃ প্রাঃ বিদ্যালয়কে ৬ গোল দিয়ে বিজয় ছিনিয়ে নেয়। অপরদিকে তেলপিাড়া স্কুলকে ১ গোল দিয়ে বড়গাছী স্কুল বিজয়ী হয়। খেলা পরিচালনা করেন যথাক্রমে আফতাবউদ্দিন, সারোয়ার জাহান সহকারী পরিচালক হিসেবে ছিলেন, সেলিম রেজা, মুক্তারুল ইসলাম, তরিকুল ইসলাম ও ওবাইদুল্লাহ। পরে বিজয়ী বিজিতাদের মাঝে পুরুস্কার বিতরণ করে অতিথিগণ।