ভোলাহাট(চঁাপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোটার হয়ে ভোট দিব দেশ গড়ায় অংশ নেব শ্লোগানকে সামনে রেখে সোমবার ভোলাহাটে জাতীয় ভোটার দিবস ঊপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভোলাহাট নিবার্চন অফিসের আয়োজনে সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে নিবার্চন অফিসার এস এম নাসির উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন। বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক(তদন্ত) জাহাংগীর আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভোলাহাট প্রেসক্লাব সভাপতি গোলাম কবিরসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকতার্ কামরুজ্জামান সরদার।