ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাটে ডিপ্লোমা ইঞ্জিনিয়িার অব ভোলাহাট সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। ঈদের ২য় দিন বৃহস্পতিবার ভোলাহাট উপজেলার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে ভোলাহাট সেরিকালচারে আসাদুল্লাহ গৌরবের সভাপতিত্বে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অব ভোলাহাট নামের একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক ভোলাহাট সংবাদের সম্পাদক ও প্রকাশক গোলাম কবির, সবজা পাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল গণি অপু, জাহাংগীর আলম, প্রকৌশলি সজিব আহমেদসহ অন্যরা। এ সময় সংগঠনের উদ্যোক্তারা জানান, ভোলাহাট উপজেলায় যারা ডিপ্লোমান ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করেছে, যারা চাকরি করছেন এবং পড়ছে তাদের সমন্বয়ে এ সংগঠন চলবে। যারা বাদ পড়ে আছেন তাদের আগামীতে খুঁজে বের করে সংগঠনের সদস্য করা হবে। সংগঠনটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিভিন্ন প্রকার সহযোগিতা করবেন বলে অনুষ্ঠানে মতামত প্রকাশ করেন। আলোচনা শেষে ৫১সদস্যের কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেয়া হয। কার্যনির্বাহী কমিটিতে আসাদুল্লাহ গৌরবকে সভাপতি এবং ফাহাদ হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা দেয়া হয়।