ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ বর্ডার গার্ড(বিজিবি)উপজেলার সদর ইউনিয়নের হোসেনভিটা গ্রামে অতর্কিত হামলা চালিয়ে ঐ গ্রামের প্রায় শতাধিক নারী-পুরুষকে আহত করার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। প্রত্যক্ষ সরজমিনে জানা গেছে, শুক্রবার রাত প্রায় সোয়া ৯টার দিকে চোরাকারবারী সন্দেহ করে সদর ইউনিয়নের হোসেনভিটা বাজারসহ ঐ গ্রামের বিভিন্ন এলাকায় অতর্কিত হামলা চালিয়ে প্রায় শতাধিক নারী-পুরুষকে লাঠি-রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। অভিযোগকারীরা বলেন, রাতবেরাতে স্বামী-স্ত্রী নিয়ে ঘুমিয়ে থেকেও আমাদের উপর এ বর্বর-অত্যাচার চালিয়েছে বিজিবি। বিজিবিরা বাড়ীর মেইন গেটের দরজা লাথ্থি দিয়ে ভেঙ্গে ষাটোর্ধ স্ত্রীর চুলের মুঠ্ঠি ধরে দুরে রেখে স্বামীকে বেধরক পিটিয়ে ছেড়ে দেয়ার ঘটনা ঘটেছে। এমনকি বাজারে আকিজ গ্রুপের রিপ্রেজেন্টেটিভ সামিউল হকের নিকট থাকা ৪৭,৩০০/=টাকা পর্যন্ত বিজিবিরা ছিনিয়ে নেয়। অন্যান্য আহতদের মধ্যে-উপজেলার সদর ইউনিয়নের আলালপুর গ্রামের এসকার আলীর ছেলে এনামুল হক(৪০), একই ইউনিয়নের নামো হোসেনভিটার এজাবুল হকের ছেলে দুলাল(১৫), আলালপুর গ্রামের কালুশেখের ছেলে রমজান আলী(৫০), খাড়োবাটরা গ্রামের জয়নালের ছেলে এনামুল হক ওরফে খোকা(৩৩), আলালপুর গ্রামের আব্দুল খালেকের জামিল হোসেন(৩৫), উপর হোসেনভিটা গ্রামের মৃত তৈমুর হোসেনের ছেলে তোফাজ্জল হোসেন(৪০), উপর হোসেনভিটা গ্রামের সাবেদ আলীর ছেলে হাবিবুর রহমান(২৭), একই গ্রামের জোবেদ আলীর ছেলে শাহিবুর রহমান(২৭), নুরুল ইসলামের ছেলে ফেরদৌস(১৬), মধ্য হোসেনভিটা গ্রামের জাকির হোসেনের স্ত্রী মেরিনা(৩৮), জাকির হোসেনের দু’ছেলে আতিকুল(২২) ও সাজেদুল(২০), ঐ ওয়ার্ডের বর্তমান মেম্বার মোজাম্মেল হক(৪০), এবং মধ্য হোসেনভিটা গ্রামের সমিরুদ্দিনের স্ত্রী তাহসিনা(২৪), মধ্য হোসেনভিটা গ্রামের ইসলাম আলীর ছেলে মনিরুল(১৬) ও তার ভাই হাবিবুর রহমান(৩০) এবং ইসলামের স্ত্রী জুলেখা বেগম(৪৫), একই গ্রামের সাইফুদ্দিনের ছেলে সামিউল ইসলাম(৩০)সহ আরো অনেকেই যারা এ প্রতিবেদকের সামনে মুখ খুলতে পারেনি। ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার হোসেনভিটা গ্রামের সেরাফত আলীর ছেলে জাকির হোসেন(৪৫) ও নামো হোসেনভিটা গ্রামের সিরাজ আলীর ছেলে আব্দুল হালিম(৩০), এক সময় বিট-খাটালে গরু ব্যবসা করতো। বর্তমানে বিট-খাটাল না থাকায় তারা দু’জনেই কামলা-কৃষাণের কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। এরই মধ্যে ঐ এলাকার কে-বা কারা কালোবাজারীদের তালিকায় তাঁদের নাম লিপিবদ্ধ করে। বাংলাদেশ বর্ডার গার্ড(বিজিবি) এ তালিকা অনুযায়ী হোসেনভিটা গ্রামে নামধারী কালোবাজারীদের গ্রেফতার না করে ঢালাও ভাবে এলাকার সকলস্তরের মানুষের বাড়ী বাড়ী অতর্কিত হামলা চালিয়ে বিভিন্ন ধরণের অকথ্য ভাষায় গালিগালাজসহ লাঠিচার্জ ও বর্বর নির্যাতন চালায়, যা এলাকাবাসী বর্তমানে আতঙ্কিত অবস্থায় দিনাতিপাত করছে। শনিবার বেলা প্রায় ১২টার দিকে স্থানীয় এমপি মুহা. গোলাম মোস্তাফা বিশ্বাস ঘটনাটির হাল-হকিকত জানার জন্য সরজমিনে যান এবং স্থানীয় সকলের কথাবার্তা অবহিত হলে ব্যাপারটি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদাণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন