ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
ভোলাহাটে দু’পরিবারে কে-বা কারা আগুন দিলে পাঁচটি ঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে নগদ টাকাসহ পাঁচ লক্ষাধীক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান। সরজমিনে গিয়ে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কে-বা কারা পূর্ব শত্র“তার জের ধরে উপজেলার দলদলী ইউনিয়নের মুশরীভূজা মুসলিমপুর আশ্রয়ণ প্রকল্পের মৃতঃ আবুল কালাম আজাদের দু’ছেলে শাহিন রেজা ও সেলিম রেজার বাড়ীর উত্তর-পূর্ব দিকের শুয়ার ঘরে আগুন ধরিয়ে দিলে পুরুষ শূন্য বাড়ীতে উপস্থিত নারী সদস্যরা হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে হৈচৈ শুরু করলে স্থানীয় লোকজন ছুটে আসে ঘটনাস্থলে। পাশে পুকুর থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ২ঘন্টা সময় লাগে স্থানীয়দের। ততক্ষণে ৫টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া ঘরে শাহিনের নগদ ২৮হাজার ৫’শ ও সেলিমের ঋণের ২৫হাজার টাকাসহ ঘরের মধ্যে থাকা সকল প্রকার আসবাবপত্র ও কিছু কবুতরসহ যার মূল্য প্রায় ৫লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতির শিকার হয় বলে ক্ষতিগ্রস্থরা জানায়। আগুনে পুড়ে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্থরা প্রতিবেশীর বাড়ী আশ্রয় নিয়েছেন বলে তারা জানান। এ ঘটনায় দলদলী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল ইসলাম পুতুল এলাকার বাইরে থাকায় খবরটি জেনে এ প্রতিবেদকের কাছে দুঃখ প্রকাশ করেন এবং বাড়ী ফিরে ঘটনাস্থলে যাবেন বলে জানান। এ ঘটনায় ভোলাহাট থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থরা।