ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে দুর্নীতি প্রতিরোধ কমিটি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত সোমবার র‌্যালি ও মানববন্ধন করে। সকাল সাড়ে ৯টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব হাসান আলী মাষ্টারের নেতৃতে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ হতে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ দক্ষিণ গেটে মানববন্ধন করে। এ সময় উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী অফিসারের দায়িত্বে নিয়োজিত জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমিনুল এহসান, ভাইস চেয়ারম্যান ডাঃ লোকমান আলী, অফিসার ইনচার্জ মহসীন আলী, জেলা পরিষদের মহিলা সদস্য নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ের ভা:প্র: শিক্ষক হোসনে আরা পাখি, দুপ্রক’র সহসভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার, আরিফা সুলতানা, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, শিক্ষক তৈমুর হোসেন, মনিরুল ইসলাম ডাবলু, শিক্ষিকা শাহনাজ আক্তার, শরীফা খাতুন, নুরুন্নাহার পারভীনসন্সুধীজনেরা ও রামেশ্বর পাইলট মডেল ইন্সটিটিউশন ও নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন