ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাটে মঙ্গলবার গভীর রাতে বিজিবি অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ একব্যক্তিকে গ্রেফতার করেছে। বিজিবি’র জেকে পোল্লাডাংগা কোম্পানী কমান্ডার সুবেদার আলী নেওয়াজ জানান, বিজিবি’র উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মঙ্গলবার রাত প্রায় ১টার দিকে সঙ্গীয় বিজিবি ৯জন সদস্য পোল্লাডাংগার জিন্নাহনগর গ্রামের মৃতঃ ইয়াসিন আলীর ছেলে আব্দুস সাত্তার টানু’র(৪৫) বাড়ীতে অভিযান চালায়। তার বাড়ীতে তল্লাশী চালিয়ে ঘরের দেয়ালের উপরে রাখা ১টি দেশীয় পুরাতন ওয়ান সুটার গান, ২টি দেশীয় তৈরী রাইফেলের গুলি, ১টি হাসুয়া, ২টি বই-(ক)সত্যের পথে ও (খ)আদর্শ, বিছানায় থাকা ভারতীয় ১শত ২০টাকার নোট শয়নের ঘর থেকে উদ্ধারের পর তাকে গ্রেফতার করে জেকে পোল্লাডাংগা বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে ভোলাহাট থানায় মামলা করেছে। এদিকে গ্রেফতারকৃতর স্ত্রী সাবিনা ইয়াসমিন ওরফে ছবি অভিযোগ করে বলেন, তার স্বামীকে কে-বা কারা ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে। এসব ঘটনার সাথে আমার স্বামী পূর্বেও জড়িত ছিলো না এবং বর্তমানেও নেই। এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে যথাযথ আইনের প্রয়োগ দাবী করেন।