ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতায় বাংলাদেশ আওয়ামীলীগ সরকার কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, তথ্য প্রযুক্তি, বিদ্যুৎ ও দেশকে মধ্যম আয়ের দেশ গড়তে নানা উন্নয়নমূরক দিক তুলে ধরে শুক্রবার ভোলাহাট উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন এমপি মনোনয়ন প্রত্যশি নাচোল উপজেলা চেয়ারম্যান ও আলীগ নাচোল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের। তিনি সকাল ১০ টায় এক বিশাল মটরসাইকেল বহর সঙ্গে নিয়ে গণসংযোগ শুরু করেন ভোলাহাট উপজেলার বিভিন্ন এলাকায়। প্রথমে তিনি উপজেলার প্রবেশ দ্বার দলদলী ক্লাব বাজার থেকে শুরু করে পীরগাছী বাজার, কাউন্সিল বাজার, মুশরীভূজা বাজার, আলীমোড়, আদাতলা বাজার, ময়ামারী মোড়, পোল্লাডাংগা মাদরাসা বাজার, আম ফাউন্ডেশন, ইমামনগর বাজার, বীরশ্বরপুর, সুরানপুর বাজার, ফুটনিী বাজার, সাঠিয়ার বাজার, বজরাটেক মুন্সিগঞ্জ বাজার, গোহালবাড়ী কাউন্সিল বাজারসহ বিভিন্ন স্থান গণসংযোগ শেষে বিকেল ৫টার সময় মেডিকেল মোড়ে পথসভায় বক্তব্য রাখেন এমপি মনোনয়ন প্রত্যাশি আব্দুল কাদের। এ সময় তিনি সরকারের বিভিন্ন দিক তুলে ধরে নৌকায় ভোট দেয়ার আহবান করেন এবং সকল নেতাকর্মী সর্মথকদের এক সাথে কাজ করার আহবান জানান। তিনি বলেন নৌকা আমার এ নৌকা আওয়ামীলীগের। নৌকা প্রতীকে তিনি এমপি মনোনয়ন প্রত্যাশি তবে তিনি ছাড়া অন্য কেউ নৌকা নিয়ে আসলে তার হয়েই নির্বাচনি মাঠে লড়বেন বলে তার বক্তব্যে বলেন। গণসংযোগ কালে উপস্থিত ছিলেন, উপজেলার স্থানীয় উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ের বহু সংখ্যক নেতাকর্মী সর্মথকগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন