ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শনিবার রাতে ও রবিবার দুপুরে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ সরকারের অর্থায়নে উপজেলার অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন সরাসরি ভোলাহাট ও গোহালবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকার ছিন্নমূল পরিবারের মাঝে বাড়ীতে বাড়ীতে গিয়ে ও উপজেলা পরিষদ চত্বরে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করে। এ সময় উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা পরিষদ সদস্য পিয়ার জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ অফিসের প্রকৌশলি মুনিমুল হক, ভোলাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম কবিরসহ অন্যরা উপস্থিত ছিলেন। এ সময় সহায়তা করেন নুর হোসেন, জাহাংগীরসহ অন্যরা। প্রকল্প বাস্তবায়ন দপ্তরের প্রকৌশলি মুনিমুল হক জানান, শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ভোলাহাট ও গোহালবাড়ী ইউনিয়নের মোট ১শত ৮০টি শীতবস্ত্র(কম্বল) অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়েছে।