ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে বানের পানি কমতে শুরু করায় স্বস্তি পেতে বসেছে উপজেলাবাসি। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বুধবার বিকেল ৬টা থেকে শুক্রবার বিকেল ৬টার মধ্যে ৬ সেঃমিঃ পানি কমেছে। এর পূর্বে ২১.১৬ সেঃমিঃ উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছিল। ৬ সেঃ মিঃ পানি কমে শুক্রবার বিকেল ৬টা পর্যন্ত পর্যন্ত ২১.১০ সেঃ মিঃ উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। ধীরে ধীরে মহানন্দা নদীর পানি কমে যাবে বলে জানান। এদিকে পানি কমতে শুরু করায় ভোলাহাটবাসির মনে আত্মংক কেটে যাচ্ছে। উপজেলার ভোলাহাট ইউনিয়নে বানভাসি ৪শত পরিবার ও দলদলী ইউনিয়নের ২শত ১০টি পরিবার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ও স্বজনদের বাড়ীতে আশ্রয় গ্রহন করেছেন। এদের প্রত্যেক পরিবারকে সরকারী ভাবে উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হাসান উপস্থিত থেকে ১০কেজি করে চাউল, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন দেয়া হয়েছে। এর পূর্বে উপজেলা প্রশাসন ভোলাহাট ইউনিয়নের ২শত ও দলদলী ইউনিয়নের বানভাসিদের মাঝে ১০কেজি করে চাউল ও খাবার স্যালাইন বিতরণ করেছেন। এছাড়াও স্থানীয় সংসদ সদস্য,সরকার দলীয় এমপি প্রত্যাশি জিয়াউর রহমান, আব্দুল কাদের, বিএনপি বানভাসিদের ত্রান প্রদান করেছেন। উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হাসান জানান, পর্যাপ্ত ত্রান মজুদ রয়েছে প্রয়োজন হলে আরো ত্রানের ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান। তিনি আরো বলেন, পানি কমতে শুরু করেছে ফলে ভোলাহাটবাসির আত্মংক আল্লাহর রহমতে কেটে যেতে শুরু করেছে।