ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
লেখাপড়া আর খেলাধুলা নিয়ে ব্যস্ত মাত্র ১১ বছর বয়সী একটি ছোট্ট মেয়ে। বিয়ে মানে ভালো খাবার খাওয়া আর ওলিমা (মিষ্টি বিতরণ) এর বেশী কিছু যে মেয়েটি জানে না তার বিয়ে দিয়েছে একটি অশিক্ষিত পরিবারের বাবা-মা। বাল্যবিয়ের বর উপজেলার পোল্লাডাংগার উলাডাংগা গ্রামের ইব্রাহিমের ছেলে মামুনুর রশিদ, তার বয়স ১৪ বছর। এ বিয়ে নিয়ে এলাকায় যখন আলোচনার ঝড় উঠেছে তখন এ বাতাস লাগে প্রশাসনের উপর। ছুটে যান উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার শারমিন ইয়াসমিন সাথে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার ও পুলিশ প্রশাসনের এসআই আব্দুর রশিদ। রবিবার ঘটনাস্থল উপজেলার পোল্লাডাংগার লম্বাটোলা গ্রামের পোল্লাডাংগা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণী পড়–য়া ১১বছর বয়সের বাল্যবিয়ের শিকার কনের বাড়ী হাজির হয়ে বাল্যবিয়ে দেয়ার দায়ে বাবা আসাদুল ও মা মাহামুদাকে আটক করা হয়। তার বাবা-মা গত ক’দিন পূর্বে রহনপুর খহড়মোড় এক কাজীর কাছে তার মেয়ের বিয়ে পড়ান এবং তার মেয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী বলে নিশ্চিত করেছেন। ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার শারমিন ইয়াসমিন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্বে থেকে বাল্যবিয়ে দেয়ার দায়ে বাবা আসাদুল ও মা মাহামুদাকে ১হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন