ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ৫৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির আহবানে ব্যাটালিয়নের অধীনস্থ চরধরমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২০১/১৭-আর হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ট্যাংগন মহনা নামক স্থানে মঙ্গলবার বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দেন ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রাশেদ আলীসহ ৫ জন কর্মকর্তা এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন ৮২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী রাজেস কুমারসহ ০৩ জন কর্মকর্তা ।পতাকা বৈঠকে গত ২৩ এপ্রিল গিলাবাড়ী বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ২০১/৯-আর হতে ৫০০ গজ ভারতের অভ্যন্তরে ডুমুরতলা/নিমতলা নামক স্থানে প্রতিপক্ষ ৮২ বিএসএফ ব্যাটালিয়নের দায়িত্বাধীন আদমপুর ক্যাম্পের এলাকায় বাংলাদেশী নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলঅহাট উপজেলার শিকারী গ্রামের এরফান আলীর ছেলে সাইদুল ইসলাম (২৮) বিএসএফ কর্তৃক গুলি করে নিহত করার ব্যাপারে বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রাশেদ আলী জোরালো প্রতিবাদ, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন ও ভবিষ্যতে এ ধরনের ঘটনার পূনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে প্রতিশ্রূতির দাবি করেন। বিএসএফ কমান্ড্যান্ট এ বিষয়ে সকল প্রকার পদক্ষেপ গ্রহন করবেন বলে বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ককে আশ্বস্ত করেন। বিএসএফ কমান্ড্যান্ট অভিযোগকে খন্ডনের জন্য সীমান্ত এলাকায় বাংলাদেশী চোরাকারবারী কর্তৃক কয়েক স্থানে তার কাটা বেড়া কাটার অভিযোগ করেন। উত্তরে বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক বিএসএফ কমান্ড্যান্ট করা অভিযোগ অসত্য এবং ভিত্তিহীন বলে নাকোচ করেন। এছাড়াও সীমান্ত সংক্রান্ত দ্বিপাক্ষিক স্বার্থ সংশিষ্ট বিবিধ বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে। আলোচনায় সীমান্তে ভবিষ্যতে গুলি বর্ষণের মত কোন ঘটনা না ঘটে সে বিষয়ে বিএসএফ কমান্ড্যান্ট বিজিবি অধিনায়ককে আশ্বস্ত করেন এবং সীমান্তে হত্যা-নির্যাতন বন্ধ করা, চোরাচালান ও মাদক দ্রব্য পাচার প্রতিরোধ, অবৈধ অস্ত্র-গোলাবারুদ ও বিস্ফোরক পাচার প্রতিরোধ, অবৈধ সীমান্ত বন্ধ, নিশ্চিদ্র সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা এবং সমন্বিত টহল পরিচালনার বিষয়গুলো উঠে আসে।সীমান্তে বিরাজমান শান্তিপূর্ন পরিস্থিতি বজায় রাখার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়। সকাল ১০ হতে সাড়ে ১১টা পর্যন্ত চলা পতাকা বৈঠক ফলপ্রসূ হয়ে শান্তিপূর্ন পরিবেশে শেষ হয় বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছেন।