ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
ভোটার হালনাগ কর্মসূচীতে ভোলাহাটে ভোট বেড়েছে ১ হাজার ৯শত ৩৩জন। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোটার হালনাগ করতে উপজেলায মোট ৯জন সুপারভাইজা ও ৪৫জন তথ্য সংগ্রহকারীর মাধ্যমে তথ্য সংগ্রহ করে ১ হাজার ৯শত ৩৩জন বাধ পড়ে থাকা ভোটার ভোর হিসেবে অর্ন্তভূক্ত হয়েছে এবং মৃত ভোটার মোট ১ হাজার ৫শত ৫৬জন বাধ পড়েছে। ভোলাহাটে ভোটার সংখ্যা বিদ্যমান ৭২ হাজার ৭শত ৩৭ এবং নতুন ভোটার নিবন্ধন হলো ১হাজার ৯শত ৩৩জন সর্বমোট ভোটার ৭৪ হাজার ৬শত ৭০জন। উপজেলায় মোট ৪টি ইউনিয়নের মধ্যে ভোলাহাট ইউনিয়নে ৩শত৯১, গোহালবাড়ী ৩শত ৬৪, দলদলী ৬শত৬৫ এবং জামবাড়ীয়া ইউপিতে ৫শত১৩জন নতুন ভোটার যুক্ত হয়েছে। এদিকে নতুন ভোটারদের ৪টি ইউনিয়নে গিয়ে পৃথক ভাবে ২০ থেকে ২৮ আগষ্টের মধ্যে ৪দিনে ছবি তোলা হবে এবং যারা বাধ পড়বে তাদের এ তারিখের মধ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে ছবি তোলা হবে বলে নির্বাচন অফিস জানিয়েছে।