ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাটে শীর্ষ মাদক সম্রাটের মধ্যে অন্যতম এতরাকে মাতাল অবস্থায় ভোলাহাট থানা পুলিশ গ্রেফতার করে। পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার গভীর রাতে ভোলাহাট থানা পুলিশের এসআই শাহীনুর সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে অভিযান চালিয়ে জামবাড়ী ইউনিয়নের বড়গাছী গ্রামের নুর বক্স মন্ডলের ছেলে অন্যতম শীর্ষ মাদক সম্রাট এতরা(৪৫) কে গ্রেফতার করে। তবে কৌশলে তার কাছে থাকা মাদক অন্যত্রে সরিয়ে ফেললেও পুলিশ তাকে মাদক সেবন করে মাতাল অবস্থায় গ্রেফতার থানায় নিয়ে আসে। এদিকে গত ৯/১০ মাস পূর্বে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে ভোলাহাট থানার অফিসার ইনচার্জের কাছে আত্মসম্পর্ণ করে। কিন্তু তার এ আত্মসম্পর্ণটা ছিলো কৌশলগত কারণ। আত্মসম্পর্ণের মাধ্যমে মাদক ব্যবসাকে গতিশীল করার জন্য এমন পদক্ষেপ নেয় এতরা বলে এলাকাবাসি জানায়। এদিকে এতরাকে গ্রেফতারের পর তাকে ছাড়িয়ে নিতে থানায় তদবিরে যায় ঐ ইউনিয়নের মেম্বর ইউসুফ আলী। শীর্ষ এ মাদক সম্রাটের জন্য কেন ছাড়িয়ে নেয়ার তদবির এমন প্রশ্নে তাকে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার কথা বলে ফোন কেটে দেন। এ ঘটনায় অফিসার ইনচার্জ ফাসির উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলে, এতরাকে মাদক সেবন করা অবস্থায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানান।