ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
ভোলাহাটে ৪র্থ বারের মত এবারো বাহাদুরগঞ্জ ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্টানের আয়োজন করে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাহাদুরগঞ্জ বাজার প্রাঙ্গণে। উদ্বোধনীর পরের দিন বৃহস্পতিবার রাত ৮টায় এ ব্যাডমিন্টনের চূড়ান্ত খেলাটি অনুষ্ঠিত হয়। বাহাদুরগঞ্জ ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০১৭ খেলার আহবায়ক হাসনাত জামিল তারেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইয়াজদনী জর্জ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, আলহাজ্ব সৈয়দ জিন্নাত আলী, ওমর আলী সোনা ডাক্তার, সৈয়দ সানোয়ার আলী, মুর্তুজ আলী মাষ্টার, আলহাজ্ব খাইরুল ইসলাম, তোফাজ্জল হোসেন মাষ্টার, আলমগীর রেজা মেম্বার, আইনাল হক চৈতু মেম্বার, আহসান আলী মেম্বার ও শফিকুল ইসলাম। ব্যাডমিন্টন চূড়ান্ত পর্যায়ের নোকআউটের এ খেলায় মোট ১০টি টিম অংশগ্রহণ করে। এ খেলায় রহনপুর একাদশ বনাম নাচোল একাদশ অংশগ্রহণ করে ২/১ সেটে নাচোল একাদশ বিজয়ী হয়।