ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
ভোলাহাটে ইয়াবাসহ ৪ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভোলাহাট থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ দীর্ঘ দিন ধরে এ সব ইয়াবা ব্যসায়ীদের ধরতে বিভিন্ন ভাবে সোর্স লাগিয়ে রাখেন। শনিবার দুপুরের দিকে সোর্সের মাধ্যমে ইয়াবা ব্যবসার প্রস্তুতি চলছে এমন খবরে ভোলাহাট থানার এএসআই নাজমুল হোসেন, এএসআই শাহানুর সঙ্গীয় কনস্টেবল আঃ সালাম, মাসুদ ও রাজিব হোসেনকে নিয়ে অভিযান চালায়। অভিযান চালিয়ে উপজেলার বজরাটেক জয়রামপুর গ্রামের খবিরের ছেলে সেলিম(২৯) এর বাড়ী থেকে ৪০ পিস ইয়াবাসহ তাকে, একই উপজেলার রাধানগর(কলোনী) গ্রামের সাইদুর রহমানের ছেলে আঃ সালাম(২১), ধরমপুর গ্রামের আরশেদ আলীর ছেলে হাফিজুল ইসলাম(২৮) ও শিবগঞ্জ উপজেলার বালিয়াদীঘি গ্রামের সাবের আলীর ছেলে শামিউল ইসলাম(২০)কে গ্রেফতার করেন। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ ফাসির উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে এ রিপোর্ট লেখার সময় বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন