ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ানের চরধরমপুর কোম্পানীর আয়োজনে ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে চরধরমপুর স্পটিং ক্লাবে পেশাজীবিদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় সীমান্ত অপরাধ, মাদক ও অস্ত্র চোরাচালান এবং নারী ও শিশু পাচার রোধে সকলকে শর্তক থাকার আহবান জানান । মতবিনিময় সভার প্রধান অতিথি কম্পানী কন্ডার সুবেদার ইসমাঈল হোসেন বলেন, কোন অপরিচিত ব্যক্তিকে দেখতে পেলে তার পরিচয় সনাক্ত করে ভারত থেকে পুশ করার পরিচয় পেলে নিকটস্থ আইনশৃংখলা বাহীনির কাছে খবর দেয়ার পরামর্শ দেন। মাদক চোরাচালানি বন্ধ ও সেবনকারীদের বিরুদ্ধে সোচ্চার থেকে প্রতিহত করার আহবান জানান মতবিনিময় সভায়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গীলাবাড়ী ক্যাম্প কমান্ডার সাহিন আলম, চরধরমপুর ক্যাম্প কমান্ডার আব্দুর রহমান, ভোলাহাট ইউপি ৯ নং সদস্য মোরজ্জেম হোসেন, প্রধান শিক্ষক আউস উদ্দিন, প্রভেষর রফিকুল ইসলাম, সমাজ সেবক সেলিম রেজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন