ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট-রহনপুর সড়কের বেহাল অবস্থা জনদূর্ভোগ চরমে। সড়ক ও জনপথ বিভাগের এ রাস্তাটি ভোলাহাট থেকে রহনপুর ২২ কিঃমিটার দৈর্ঘ্য। ভোলাহাট উপজেলার ১ লাখ ১৫ হাজার মানুষের দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়ার একমাত্র পথ এটি। অথচ জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি সম্প্রতি অতিবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও মেরামতের কোন ব্যবস্থা গ্রহণ করেনি সংশ্লিষ্ট কতৃপক্ষ। বাঘা দায়িত্ববান বাংলাদেশ সরকারের সেতু ও পরিবহণ মন্ত্রী ওবাইদুল কাদেরের ভয়ে দায়সারা ভাবে নিম্নমানের ইট দিয়ে ছোট বড় গর্ত ভর্তি করেছে। নিম্নমানের এ ইট দিয়ে যে কাজ করা হয়েছে তাতে করে পথচারিদের যাতাযাতে আরো দূর্ভোগ বাড়িয়ে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভোলাহাট উপজেলার সড়ক ও জনপথ বিভাগের রাস্তাটিতে প্রতিনিয়ত চলাচল করে বহু সংখ্য গণপরিবহণ, ট্রাক, প্রাইভেটকার, অটোরিক্সা, মোটরসাইকেল, সাইকেলসহ বিভিন্ন পরিবহণ। এ রাস্তাটি দিয়ে ভোলাহাটের মানুষ পাশের উপজেলা, জেলা, বিভাগ ও রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে যেতে রাস্তার বেহাল অবস্থার কারণে বেকায়দায় পড়তে হয়। এ উপজেলায় কোন মানুষ অসুস্থ্য হলে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যেতে চরম বিপদের মধ্যে পড়তে হয়। এক পথচারী হাবিবুর রহমান লিটন দ্রুত রাস্তাটি সংস্কার করে জনদূর্ভোগ কমাতে দাবী জানান এবং রাস্তা র্নিমাণে কোন প্রকার দূর্রীতি না হয় এ দাবী করেন। অটোরিক্সা চালক রবিউল ইসলাম রবু জানান, প্রতিদিন ভোলাহাট হতে রহনপুর সড়কে যাত্রী নিয়ে যাওয়ার সময় রাস্তা ভেঙ্গে থাকার কারণে অনেক বার অটোরিক্সা উল্টে যাত্রী আহতের ঘটনা ঘটেছে। রাস্তাটি দ্রুত মেরামত করার দাবী জানান। এলাকার অভিজ্ঞমহলের দাবী এ রাস্তাটি দ্রুত মেরামত করা হোক। তারা দাবী করেন এর পূর্বে এ রাস্তাটি মেরামতে নিয়োগকৃত ঠিকাদার ও সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বরত কর্মকর্তাগণ চরম দূর্নীতি করায় বছর ঘুরতে না ঘুরতেই ছালচামড়া উঠে মানুষের চলাচলে অযোগ্য হয়ে পড়ে। ফলে এবার রাস্তাটি টেকসই সংস্কার করার দাবী জানান।