ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে মোবাইল কোর্টে মাদক দ্রব্য আইনে মঙ্গলবার নারীসহ ৩ জনের সাজা দেয়া হয়েছে। জানা গেছে, উপজেলার ঝাইবোনা গ্রামের মৃতঃ আনসার আলীর স্ত্রী গাঁজা বিক্রেতা আঙ্গুঁরী খাতুন(৪৯) ও একই উপজেলার তাঁতীপাড়া গ্রামের কিনুর ছেলে জুলফিকার(৪০)কে পুলিশের এসআই মহিদুল ইসলাম, এ এস আই মিন্টু মিয়া, মহিলা কনেষ্টবল কারিমাসহ সঙ্গী ফৌর্স নিয়ে অভিযান চালিয়ে সোমবার রাতে উভয়ের কাছ থেকে ২ পুরিয়া করে মোট ৪ পুরিয়া গাঁজাসহ তাদের হাতেনাতে গ্রেফতার করেন। অপরদিকে একই রাতে পুলিশের এসআই ওসমান গণি, কনষ্টেবল মামুনসহ সঙ্গীয় ফৌর্স নিয়ে অভিযান চালিয়ে মুশরীভূজা গ্রামের মোরশেদ আলীর ছেলে আলমগীর(৩২)কে ৩ পুরিয়া গাঁজাসহ তার বাড়ী থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মঙ্গলবার হাজির করলে উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হাসান নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্বে থেকে আঙ্গুঁরীকে ৬ মাসের জেলা ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের জেল, জুলফিকারকে ৫ হাজার টাকা জরিমানা ও আলমগীরকে ৬ মাসের বিনাশ্রম জেলা দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *