স্টাফ রিপোর্টার :
বিভাগীয় নগরী ময়মনসিংহে মাল্টি-পার্টি এডভোকেসি ফোরাম (এমএএফ)-এর উদ্যোগে নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের ব্যটবল চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিপুলসংখ্যক পথশিশুদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়।

মাল্টি-পার্টি এডভোকেসি ফোরাম (এমএএফ) কর্তৃক পথশিশুদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ কর্মসূচীতে মাল্টি-পার্টি এডভোকেসি ফোরাম (এমএএফ), ময়মনসিংহ এর সভাপতি সুমন চন্দ্র ঘোষের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমএএফ সহ-সভাপতি মাহবুবুল আলম, কোষাধ্যক্ষ শরীফ উদ্দিন, এমএএফ এর সম্মানিত সদস্য অধ্যাপিকা দিলরুবা সারমীন প্রমুখ।

এমএএফ কর্তৃক আয়োজিত পথ শিশুদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে উপহারসামগ্রী বিতরণ করেন এমএএফ এর দপ্তর সম্পাদক ফারিয়া তাসনিম তিথি, সহ-সাংগঠনিক সম্পাদক এনামুল হক শাহীন, এমএএফ এর সম্মানিত সদস্য আনোয়ারা খাতুন, আতিয়া ফাইরুজ মলি,মাহমুদা সাহাব জিতু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এমএএফ কর্তৃক পথ শিশুদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিউনাল ম্যানেজার নার্গিস আক্তার ও সিনিয়র রিজিউনাল কো-অর্ডিনেটর নিরুপমা ভৌমিকও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য মাল্টি-পার্টি এডভোকেসি ফোরাম (এমএএফ) ময়মনসিংহ, করোনাকালীন সময় থেকে শুরু প্রতিটি দুর্যোগে, উৎসব-পার্বণে খাদ্য, বস্ত্র ও উপহারসামগ্রী প্রদান করে এবং সামাজিক সমস্যা নিরসনে এডভোকেসি করে এতদ্বঞ্চলে অসামান্য ভূমিকা পালন করছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে এমএএফ কর্তৃক নগরীর পথশিশুদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণকেও ময়মনসিংহের সুধীসমাজ ইতিবাচকভাবেই দেখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *