এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
মহান বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতা ও জিয়াউর রহমান শীর্ষক আলোচনা সভা করেছে জিয়া পরিষদ জামালপুর শহর শাখা। বুধবার সন্ধ্যায় জামালপুর প্রেসক্লাবের সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
জিয়া পরিষদ জামালপুর শহর শাখার সভাপতি মো. হারুন অর রশিদ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শামীম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম নবী, যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, জিয়া পরিষদ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মো. মোশাররফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নওশের আলী প্রমুখ। অন্যান্যের মধ্যে জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মো. আব্দুস সোবাহান, জিয়া পরিষদ নেতা অ্যাডভোকেট আব্দুল হাই, অ্যাডভোকেট দিদারুল ইসলাম, মো. আব্দুল্লাহ, নিজামুল মুলক ও মনি সরকার বক্তব্য রাখেন।
এসময় জামালপুর জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সালেহীন মাসুদ মাস্টার, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক, জিয়া পরিষদ নেতা আনিছুজ্জামান, আবুল হোসেন সরকার, ডা: মীর আব্দুল হালিম, মো. রুকনুজ্জামান রুকন, ডা: সেলিম রেজা, অধ্যাপক মমিনুর রহমান, মো. মাইনুল ইসলাম ময়না, মো. পারভেজ মিয়া, মো. আবু সামা, মো. আব্দুর রহিম মহুরী ও মো. রসুল মাসুদসহ জিয়া পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন জিয়া পরিষদ নেতা মো. ইউসুফ আলী মাস্টার।