এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুর সদরের শরিফপুরের ভেড়াপাথালিয়া ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ভেড়াপাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে শরিফপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছাত্রলীগ।
শরিফপুরের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শামীম হোসেনের সভাপতিত্বে ও ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি খাইরুল ইসলাম মিন্টু/সাধারণ সম্পাদক তানভীরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম আলম।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বঙ্গবন্ধু পরিষদ জামালপুর জেলা শাখার সাবেক সদস্য ইঞ্জিনিয়ার কামাল হোসেন। এসময় শরিফপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুরাদ উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের আহব্বায়ক আরিফুল ইসলাম নয়ন, যুগ্ম আহব্বায়ক রিফাত রহমান রনি, শরিফপুরের ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় ক্রীড়া ও সাংস্কৃতিপ্রেমীরা উপস্থিত ছিলেন।