মনজুরুল ইসলাম এশিয়ান বাংলা নিউজ
অদ্য-২৬.০৩.২০২২ খ্রিঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উপলক্ষে জেলা প্রশাসন, কুড়িগ্রামের আয়োজনে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে কুড়িগ্রামের বিভিন্ন বাহিনী ও স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্যারেড ও ডিসপ্লে প্রতিযোগিতার আয়োজন করা হয়।
গ্যালারীতে বসে কুড়িগ্রামের সাধারণ জনগণ সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ এ মনোজ্ঞ প্যারেড ও ডিসপ্লে প্রতিযোগিতা উপভোগ করেন। জাতীয় পতাকা উত্তোলন এবং সমবেত কন্ঠে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে প্রতিযোগিতার শুরু করা হয়।পরবর্তীতে বেলুন, ফেস্টুন এবং কবুতর উড্ডয়ন করা হয়। এসময় প্যারেডে অভিবাদন গ্রহণ করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম , ও কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।
এসময় জেলা পুলিশ কুড়িগ্রামের উর্ধতন কর্মকর্তা বৃন্দ সহ বীর মুক্তিযোদ্ধা, মেয়র কুড়িগ্রাম পৌরসভা, কুড়িগ্রাম জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন স্কুলও কলেজের শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
পরবর্তীতে প্যারেড ও ডিসপ্লে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।