ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:
ভুরুঙ্গামারী থানার বাসস্ট্যান্ড হতে ৬ কেজি গাঁজা,অটোরিক্সা ও মাদকদ্রব্য পাচারের সময় ৫ শিশু আটকের ঘটনায় ৩ এপ্রিল বিকাল ২.৩০ ঘটিকায় প্রেস ব্রিফিং করেছেন ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম। প্রেস ব্রিফিংয়ে তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে জানান,৬ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সহ আইনের সহিত সংঘাতে জড়িত আটক শিশু মোঃ আবু বক্কর সিদ্দিক ওরফে জসীম(১৬),মোঃ নাজমুল ইসলাম(১৬) এবং পলাতক মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল মিয়া (৪০) এর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে তিনি জানান,ভুরুঙ্গামারী থানা পুলিশ কর্তৃক মাদক দ্রব্য উদ্ধার ও গ্রেপ্তারী পরোয়ানা তামিলের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসাবে গত ২ এপ্রিল রবিরার এসআই মোঃ আব্দুর রহিম সঙ্গীয় এএসআই পরিতোষ রায়,এএসআই মোঃ রাজু আহমেদ ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৫.২০ ঘটিকার সময় ভুরুঙ্গামারী থানার সামনে ঢাকা কোঁচ স্ট্যান্ডের জিহাদ মটরস নামক দোকানের সামনে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু অপরাধী উপজেলার পাধরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী গ্রামের মোঃ জুয়েল মিয়ার শিশুপুত্র আবু বক্কর সিদ্দিক ওরফে জসীম ও মোবারক আলীর শিশুপুত্র মোঃ নাজমুল ইসলাম এর নিকট থেকে ৬ কেজি মাদক দ্রব্য গাঁজা যার আনুমানিক মুল্য ৬০হাজারটাকা ও গাঁজা বহনকারী ব্যাটারী চালিত একটি অটোরিক্সা যার আনুমানিক মুল্য ৮০ হাজার টাকা ও আইনের সহিত সংঘাতে জড়িত শিশু অপরাধীদ্বয়ের নিকট থেকে ২টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃত আইনের সহিত সংঘাতে জড়িত শিশু অপরাধীদের মাদকদ্রব্য গাঁজার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু অপরাধী মোঃ আবু বক্কর সিদ্দিক ওরফে জসিম জানায় যে, তার বাবা পলাতক আসামী মোঃ জুয়েল মিয়া উক্ত গাঁজা ভারতীয় সীমান্ত এলাকা হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকায় পাঠাবে মর্মে তাদেরকে ভূরুঙ্গামারী ঢাকা কোচ স্টান্ডে নিয়ে যেতে বলে। উক্ত ঘটনায় আটককৃত আইনের সহিত সংঘাতে জড়িত অপরাধী শিশুদ্বয় ও পলাতক আসামীর বিরুদ্ধে ভুরুঙ্গামারী থানার মামলা নং ০৩ তাং ০২/০৪/২০২৩ ইং, ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(খ)/৪১ রুজু করা হয়েছে। মামলা তদন্ত অব্যাহত আছে। উল্লেখ্য যে ইতি মধ্যেই ঘটনা সংক্রান্তে উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল হোতা পলাতক আসামী মোঃ জুয়েল মিয়াকে ৩ এপ্রিল সোমবার গ্রেফতার করা হয় এবং ৩ জনকেই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশ থাকে যে, আটককৃত উপরোক্ত আইনের সহিত সংঘাতে জড়িত শিশু অপরাধীদের সাথে একই এলাকার ও তাদের বন্ধু শিশু -মোঃ মিরাজুল ইসলামের পুত্র মোঃ মাসুদ রানা (১৬), -মোঃ ফরিদুল ইসলামের পুত্র মোঃ রাজু মিয়া (১৭), -মোঃ সাদেক আলীর পুত্র মোঃ ফারুক আহম্মেদ (১৪)গন অটোরিক্সায় ছিল।
থানায় সকলকে জিজ্ঞাসাবাদে জানাযায় যে, আইনের সহিত সংঘাতে জড়িত আটক শিশু অপরাধী মোঃ আবু বক্কর সিদ্দিক ওরফে জসিম ও মোঃ নাজমুল ইসলাম পলাতক আসামী মোঃ জুয়েল মিয়া এর বাড়ি হতে উক্ত মাদকদব্য গাঁজাগুলি অটোরিক্সা করে ভরুঙ্গামারীতে আসার সময় বাঁশজানি উচ্চ বিদ্যালয় মাঠের সামনে ও বাজারের রাস্তায় মোঃ মাসুদ রানা ,মোঃ রাজু মিয়া এবং মোঃ ফারুক আহম্মেদ (১৪) গনকে দেখা পেয়ে তাদেরকেও ঘুরে বেড়ানোর কথা বলে অটোরিক্সাতে তুলে নিয়ে আসে। মূলত আইনের সহিত সংঘাতে জড়িত শিশুদ্বয়ের সাথে থাকা তাদের অপর ৩ বন্ধু উক্ত মাদকদ্রব্যের বিষয়ে কোন কিছুই জানতো না। এমতাবস্থায় যেহেতু আটককৃত ০৫ জনেই শিশু ছিলো এবং তাদের মধ্যে ০২ জন ঘটনার সাথে জড়িত মর্মে প্রাথমিক ভাবে জানাযায় এবং অপর ৩ জন ঘটনার সাথে জড়িত না থাকায় ও শিশু হওয়ায় থানার শিশু বান্ধব অফিসার এসআই মোছাঃ রাহানুমা আকতার ও উপজেলা প্রবেশন কর্মকর্তা (সমাজ সেবা কর্মকর্তা) দ্বয়ের উপস্থিতিতে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে নিরপরাধ ০৩ জন শিশুকে প্রবেশন কর্মকর্তার মাধ্যমে তাদের নিজ নিজ অবিভাকের জিম্মায় প্রদান করা হয়েছে।তিনি আরও জানান,যোগদানের পর থেকে নিয়মিত মাদক দ্রব্য উদ্ধার ও গ্রেপ্তারী পরোয়ানা তামিলের জন্য নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছেন। নিয়মিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরন করায় একটি বিশেষ মহল যারা মাদক ব্যবসায়ীদের নিকট থেকে নিয়মিত মাসোহারা আদায় করে থাকেন তারা ভুয়া ফেসবুকে পুলিশের সুনাম নষ্ট করার জন্য বিভিন্ন ভুয়া আইডির মাধ্যমে ভুয়া বানোয়াট ও ভিত্তিহীন স্ট্যাটাস দিয়ে পুলিশের সুনাম নষ্ট করার জন্য অপচেষ্টা করে যাচ্ছেন । ইতিমধ্যে ভুয়া ফেসবুক আইডি ধারীকে সনাক্তও করেছেন। ভুরুঙ্গামারী থানাকে মাদকমুক্ত করতে তিনি অভিযান অব্যাহত রাখবেন বলে তিনি অভিমত ব্যক্ত করে উপস্থিত সকল সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগীতা করার জন্য আহবান জানান।