এস.এম.রকি, খানসামা( দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম সবুজ মাদক মামলায় আত্মসমর্পণ করতে গিয়ে কারান্তরীণ হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ লূৎফর রহমানের আদালতে আত্মসমর্পণ করতে গেলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। সবুজ কাচিনীয়া গ্রামের বাসিন্দা ও মাদক ব্যবসায়ী।
সূত্র জানায়, গত ১৪ সেপ্টেম্বর তার বাবা আলহাজ্ব বছির উদ্দিন ও এলাকাবাসীরর সহায়তায় পুলিশ যুবলীগ নেতা সবুজের নিজ প্রতিষ্ঠান থেকে ১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
পরে পুলিশ বাদী হয়ে মামলা করে এবং ওই মামলার চার্জশিটভুক্ত আসামি ছিলেন রফিকুল ইসলাম সবুজ।