বিশেষ প্রতিনিধ: মোঃখলিলুর রহমান

চট্রগ্রাম থেকে

মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের বাওয়াছড়া লেকে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। উক্ত পুণর্মিলনী অনুষ্ঠানে উপজেলার ৯২ টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও অতিথিসহ প্রায় ৪০০ জন অংশগ্রহণ করে।

শুক্রবার (৩ মার্চ) পুণর্মিলনী অনুষ্ঠান উপজেলা সমাজসেবা কর্মকর্তা জসীম উদ্দিনের সভাপতিত্বে এবং শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন উপজেলার চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন শাহীন কাকলী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. গিয়াস উদ্দিন, সোনালী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের জি.এম এম এ কাউয়ুম, মিরসরাই মাতৃকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. জামসেদ আলম, করেরহাট ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ওয়াহেদপুর ইউপি চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, চট্টগ্রাম প্রেসক্লাবের অর্থ-সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ ড. কামাল উদ্দিন, চট্টগ্রাম রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক সভাপতি আব্দুল আউয়াল চৌধুরী, চট্টগ্রাম জুনিয়র চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট, মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম’র সভাপতি লায়ন তাহের আহম্মদ, মিরসরাই লায়ন্স ক্লাবের সভাপতি এ.জেড এম সাইফুল ইসলাম টুটুল প্রমুখ।

উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। মিরসরাই উপজেলা সমাজসেবা কর্মকর্মতা জসীম উদ্দিনের তত্ত্বাবধানে এক বছর আগে নিবন্ধিত ও অনিবন্ধিত সামাজিক সংগঠনগুলোর সমন্বয়ে মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার যাত্রা শুরু হয়। বর্তমানে এর আওতায় ৯২ টি স্বেচ্ছাসেবী সংগঠন মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, নিরক্ষরতা, বয়স্কশিক্ষা, ক্রীড়া, সুস্থ ধারার দেশীয় সংস্কৃতির বিকাশ, যৌতুক, বাল্যবিবাহ রোধ ও মেধা বিকাশে মেধাবৃত্তি প্রদানসহ নানা সামাজিক কাজে অবদান রাখছে।

মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান উদ্যোক্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জসীম উদ্দিন জানান, এবাবের সম্মিলন মিরসরাইয়ে দ্বিতীয়বারের মত, যা বাংলাদেশে বিরল। ইতিপূর্বে কখনো মিরসরাইয়ে এমন সম্মিলনের উদ্যোগ নেওয়া হয়নি। সম্মিলনটির মাধ্যমে সমাজসেবী সংগঠনগুলো উজ্জীবিত হবে, নতুন উদ্যমে সংগঠনগুলো সমাজের কল্যাণে কাজ করবে। আমি আশা করি ভবিষ্যতেও এই সম্মিলনের ধারা অব্যাহত থাকবে।

পুনর্মিলনী-১৭ নামের এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী নিবন্ধিত সংস্থাগুলো হচ্ছে শান্তিনীড়, দুর্বার প্রগতি সংগঠন, উদয়ন ক্লাব, বিজলী ক্লাব, সমমনা সংঘ, অভিযান ক্লাব, অপকা, স্মরণিকা সংঘ, সেতু, উদ্দীপন ক্লাব, দক্ষিণ আমবাড়িয়া সমাজ কল্যাণ সংস্থা, যুব উন্নয়ন সংঘ, সংকেত, সোপান সংঘ, জাগ্রত প্রতিভা, সনাতন সংঘ, মিশুক, প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়, মুরাদপুর তরুণ সংঘ, ফাতেমা পল্লী শিক্ষা স্বাস্থ্যকেন্দ্র, সবুজ সংঘ, ইয়ং স্টার, তাইফা, উপকূল সমাজ উন্নয়ন সংস্থা, সুদিনকাল, শুকতারা, রূপালী মৎস্য কল্যাণ সমিতি, পশ্চিম মায়ানী সমন্বিত বালাই ব্যবস্থাপনা কৃষক সমিতি, ঝংকার, নবজাগরণ ক্লাব, জোনাকী সংঘ, সুশীল সমাজ উন্নয়ন সংস্থা, ওয়াহেদপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি, অবিনাশিতাবাদ সংঘ, টেকেরহাট বিজয়ী সংঘ, রেনেসাঁ কল্যাণ সংস্থা, দক্ষিণ মঘাদিয়া কৃষক কল্যাণ সমিতি, এ বি (আঞ্জুমান বদিউল আলম), আজমপুর যুব সংঘ, সাফ (সোসাল আপলিপম্যাণ্ট ফাউন্ডেশন), এবং অনিবন্ধিত প্রবীণমেলা, প্রজন্ম মিরসরাই, দুরন্ত সংঘ, মিঠানালা ডিলিজেণ্ট কাব, সাংবাদিক কল্যাণ সংস্থা, প্রচেষ্টা ছাত্র পরিষদ, হিতকরী, সোনালী স্বপ্ন, নির্বাণ সংঘ, লায়ন্স কাব অব চিটাগাং মিরসরাই, ইউসাম, অভিনন্দন কাব, ফ্রেস মিডিয়া, মিরসরাই স্পোর্টিং ক্লাব, শেখ ইব্রাহিমটোলা তরুণ সংঘ, মিরসরাই স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়ন ফোরাম, মলিয়াইশ উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী পরিষদ, রিলায়েন্স, হাইতকান্দি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী পরিষদ, সাহেরখালী উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী পরিষদ, শুভ সংঘ, ওপিএল, বীণা পানি সংগঠন, অদম্য ওয়েলফেয়ার, দীপ জ্বেলে যাই, আদর্শ বন্ধু ফোরাম, ফ্রেন্ডশিপ, মিরসরাই মুক্তি ফাউন্ডেশন, প্রজন্মের ভাবনা, তারুণ্য কাব, সৈয়দপুর সমাজ কল্যাণ এসোসিয়েসন, হাবিলদারবাসা ক্রীড়া সংঘ, সুপ্ত প্রতিভা, ভালুকিয়া সমাজ কল্যাণ সংস্থা, প্রীতিলতা, ইউনাইটেড কাব, ফুটন্ত গোলাপ, রংধনু, অন্তরঙ্গ মিঠানালা, আবুল বশর মেম্বার ফাউন্ডেশন, ফ্রেন্ডস কাব, এসটি লায়ন স্পোর্টিং কাব, বিপ্লব সংঘ, এরাদ উল্লাহ ট্রাস্ট,প্রজন্ম ১২, অন্বেষা কাব, বাংলাদেশ মানবাধিকার কমিশন মিরসরাই উপজেলা শাখা, মধ্যম আমবাড়িয়া যুব সংঘ, অদম্য-২০০৫ ও রক্তের বন্ধনে মিরসরাই,ইলেকট্রিক ইউনিয়ন চট্টগ্রাম বিভাগ, অধিকার স্পোটিং ক্লাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন