লালমনিরহাট প্রতিনিধিঃ
মুক্তিযুদ্ধের শুরুতে অবাঙ্গালীদের প্রতিরোধ করতে লালমনিরহাটে প্রথম শহীদ হন শাজাহান নামে এক যুবক। ১৯৭১সালের ২৭মার্চ তিনি অবাঙ্গলী বিহারীদের শহীদ হন।
স্বাধীনতার পূর্বে লালমনিরহাট রেল বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের একটি বড় অংশ ছিল অবাঙ্গালী। ফলে রেল কলোনীতে তাদের বসতি ছিল সংখ্যায় বেশী। এই অবাঙ্গলী বিহারীদের আধিপত্য শহরে বেশী থাকায় তারা কথায় কথায় বাঙালিদের নীপিড়ন, নির্যাতন করতো। তাদের নীপিড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সবসময় সোচ্চার থেকে বিহারীদের তটস্থ করে রাখতেন হাতে গোনা ক’জন বাঙালি সাহসী যুবক। তাদের অনেকেই পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান রাখেন। মুক্তিযুদ্ধের শুরুতে এই অবাঙ্গালীদের প্রতিরোধ করতে লালমনিরহাটে প্রথম যে সাহসী যুবক শহীদ হন, তিনিই হলেন শহীদ শাজাহান। জাতীর এই বীর সন্তানকে সম্মান জানিয়ে তাঁর নামে শহরে গড়ে উঠেছে শহীদ শাহজাহান কলোনি নামে একটি কলোনি। শহর থেকে ওই কলোনিতে প্রবেশ দ্বারে নির্মাণ করা হয়েছে শহীদ শাহজাহান তোরণ। কলোনির ভেতরে গড়ে উঠেছে শহীদ শাহজাহান কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখন স্থানীয় বাসিন্দারা শহীদ শাজাহান তোরণ যেখানে রয়েছে সেখানে একটি মুর্র্যাল স্থাপনের দাবী জানিয়েছেন। যাতে জাতীর এই বীর সন্তান শহীদ শাজাহানক নতুন প্রজন্ম জানতে পারে।