ফারহানা আক্তার, জয়পুরহাটঃ
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বিশিষ্ট অধ্যাপক লেখক প্রফেসর মরহুম ফারুক আহমেদ রচিত বীর হ্মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণমুলক অসীম বীরত্বগাথার ইতিহাস সম্মিলিত বই মুক্তিযুদ্ধে আক্কেলপুর” এর মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায়
আক্কেলপুর উপজেলা অডিটোরিয়াম হলরুমে মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বইটির প্রকাশক ফরিদ আহমেদ।
এ সময়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আক্কেলপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক বাবলু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক জেলিনা সুলতানা, লেখকের ছোট মেয়ে ফাইজা নওশীন, বীর মুক্তিযুদ্ধা আব্দুল হাই, সাইদুর রহমান কবিরাজ ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন।আলোচনা সভা শেষে বইটির মোড়ক উন্মোচন করে লেখকের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।